প্রতিনিধি রাঙামাটি:: রাঙামাটির নানিয়ারচরে মাসিক আইনশৃংখলা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট ২০২৪) সকালে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আমিমুল এহসান খান।
এসময় নানিয়ারচর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাপ্পি চাকমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলতাফ হোসেন, নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ আজম উদ্দিন মাহমুদ, উপজেলা প্রকৌশলী রুবেল রানা, নানিয়ারচর জোন প্রতিনিধি সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. আশরাফুল ইসলাম।
এছাড়া নানিয়ারচর উপজেলা বিএনপি সভাপতি মো. নুরুজ্জামান হাওলাদার, জামায়াতে ইসলামি নানিয়ারচর উপজেলা সভাপতি মাওলানা শিরাজুল ইসলাম, উপজেলা রিসোর্স ইন্সট্রাকটর সরওয়ার কামালসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তব্যে পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ, বাজার শেড থাকা সত্ত্বেও অবৈধভাবে সড়কের ফুট ওয়্যার ব্যবহার করে মাছ বিক্রি,সাপ্তাহিক হাটে অবৈধভাবে টমটম এবং সিএনজির সড়ক দখল করে স্ট্যান্ড তৈরি, মাদক, নারী নির্যাতন, বাল্যবিবাহ সহ বিভিন্ন বিষয় এবং এর প্রতিকার সম্পর্কে আলোচনা করা হয়।