ডেস্ক রিপাের্ট:: ইউক্রেন যুদ্ধের সংবাদ পরিবেশনকারী রয়টার্স দলের এক সদস্য রায়ান ইভান্স নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই সাংবাদিক। শনিবার (২৪ আগস্ট ২০২৪) পূর্ব ইউক্রেনের ক্রামতোর্স্ক শহরের একটি হোটেলে হামলায় হতাহতের এ ঘটনা ঘটে। ছয়জনের একটি দলের অংশ হিসেবে তারা সেখানে অবস্থান করছিলেন বলে রোববার জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থাটি।
এক বিবৃতিতে রয়টার্স বলেছে, সংস্থার নিরাপত্তা উপদেষ্টা হিসেবে কর্মরত ইভান্স শনিবার হোটেল স্যাফায়ারে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন। আহত দুই সাংবাদিক হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
সাবেক ব্রিটিশ সেনা ইভান্স ২০২২ সাল থেকে রয়টার্সের সঙ্গে কাজ করছিলেন। ইউক্রেন, ইসরায়েল ও প্যারিস অলিম্পিকসহ বিশ্বজুড়ে নিরাপত্তার বিষয়ে সাংবাদিকদের পরামর্শ দিতেন ৩৮ বছর বয়সী ইভান্স। রয়টার্স বলেছে, আমরা তার পরিবার এবং প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আমরা তাকে ভীষণভাবে মিস করব।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, হোটেলটিতে রাশিয়ান ইস্কান্দার ক্ষেপণাস্ত্র হামলা চালালো হয়েছে। এটি একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যা ৫০০ কিলোমিটার দূরত্বে আঘাত হানতে পারে। হামলার জন্য রাশিয়াকে দায়ী করেছেন তিনি। এ ঘটনায় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কোনও মন্তব্য পাওয়া যায়নি।