সব
facebook raytahost.com
জ্যাকুলিনের খরা কাটলো | Protidiner Khagrachari

জ্যাকুলিনের খরা কাটলো

জ্যাকুলিনের খরা কাটলো

বিনােদন ডেস্ক:: মানি লন্ডারিংয়ের অভিযোগে আইনি জালে জড়িয়ে পড়ে অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের জীবনে নেমে এসেছিল অন্ধকার। এ প্রভাব পড়েছে তার ক্যারিয়ারে। গত বছর তার অভিনীত কোনো সিনেমা মুক্তি পায়নি। কেবল ‘সেলফি’ সিনেমার একটি গানে অতিথি হিসেবে পারফর্ম করেন।

চলতি বছরের প্রথম ৮ মাসেও তার মুক্তির তালিকা শূন্য। এ পরিস্থিতিতে তার জন্য সুখবর নিয়ে এল হাউসফুল ফ্রাঞ্চাইজি। ২০১০ সালে মুক্তি পেয়েছিল হাউসফুলের প্রথম পর্ব।

বলিউডের আলোচিত কমেডি সিনেমার তালিকায় প্রথম দিকেই আসে হাউসফুলের নাম। দারুণ হিট হওয়ার পর দুই বছরের মাথায় আসে ‘হাউসফুল টু’। এটিও আলোচিত হয়। ২০১৬ সালে হাউসফুল থ্রি এবং ২০১৯ সালে আসে সর্বশেষ পর্ব হাউসফুল ফোর।

এ চারটি পর্ব বিশ্বব্যাপী ৮০০ কোটি রুপির বেশি আয় করেছে। এবার এ সিরিজের পঞ্চম সিনেমা আনার ঘোষণা দিয়েছেন প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা। হাউসফুল ফাইভের শুটিং শুরু হবে সেপ্টেম্বরে, মুক্তি পাবে ২০২৫ সালের জুনে।

বলিউড হাঙ্গামার খবরে জানানো হয়েছে, হাউসফুল ফ্র্যাঞ্চাইজির মধ্যে পঞ্চম পর্বের বাজেটই সবচেয়ে বেশি। ৩০০ কোটি রুপি ব্যয়ে তৈরি হবে সিনেমাটি। পরিচালনা করবেন তরুণ মনসুখানি। জ্যাকুলিন ফার্নান্দেজ ছাড়াও আরও কয়েকজন অভিনেত্রীকে দেখা যাবে এতে।

বরাবরের মতো হাউসফুলের পঞ্চম পর্বেও থাকবেন অক্ষয় কুমার। আরও অভিনয় করবেন রিতেশ দেশমুখ, ফারদিন খান ও সঞ্জয় দত্ত। গতকাল বলিউড হাঙ্গামা জানিয়েছে, অক্ষয়ের বিপরীতে এ সিনেমায় দেখা যাবে জ্যাকুলিন ফার্নান্দেজকে। হাউসফুলের সঙ্গে জ্যাকুলিনের জার্নি নতুন নয়, শুরু থেকেই আছেন তিনি।

হাউসফুলের প্রথম পর্বে তিনি একটি গানে পারফর্ম করেছিলেন। হাউসফুল টু ও থ্রিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। পঞ্চম পর্ব দিয়ে জ্যাকুলিন যে শুধু হাউসফুলে ফিরলেন তা নয়, অনেক দিন পর নতুন কোনো সিনেমায়ও চুক্তিবদ্ধ হলেন অভিনেত্রী।

আপনার মতামত লিখুন :

এর আরও খবর
‘অমানুষ হলো মানুষ’ মুক্তি পেল

‘অমানুষ হলো মানুষ’ মুক্তি পেল

অভিনেত্রীরা রাজনীতি বোঝেন না: তাপসী

অভিনেত্রীরা রাজনীতি বোঝেন না: তাপসী

সিনেমা থেকে ফেরদৌস বাদ কেন!

সিনেমা থেকে ফেরদৌস বাদ কেন!

এক বছরের মাথায় ভাঙলো সংসার!

এক বছরের মাথায় ভাঙলো সংসার!

১০০ মিলিয়নে পরী

১০০ মিলিয়নে পরী

আবার বিয়ে করছেন বাংলার কিং খান!

আবার বিয়ে করছেন বাংলার কিং খান!

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com