পাহাড়ি নারী গণধর্ষণ ও ধর্ষনের চেষ্টার প্রতিবাদ
স্টাফ রিপোর্টার:: খাগড়াছড়ির রামগড়ের পাতাছড়ায় পাহাড়ি নারীকে গণধর্ষণ ও বান্দরবানে ধর্ষনের চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ খাগড়াছড়ির বিভিন্ন কলেজে অধ্যায়নরত শিক্ষার্থীরা।
সাধারন শিক্ষার্থীদের ব্যানারে রবিবার (২৫ আগস্ট ২০২৪) দুপুরে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে রামগড়ের গণধর্ষনের অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান বক্তারা।
বিক্ষোভ পরবর্তী সমাবেশে শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন, চরন বিকাশ ত্রিপুরা,বিটন চাকমা। এতে অংশ গ্রহণকারী শিক্ষার্থীরা ধর্ষকদের বিচার দাবী তুলে নানা স্লোগান প্রদর্শন করে।
এছাড়াও সমাবেশের আগে খাগড়াছড়ি চেঙ্গি স্কয়ার সংলগ্ন কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে জেলা শহরের মুল পয়েন্ট মুক্ত মঞ্চে এসে সমাবেশ করে।
সমাবেশে বক্তারা,পার্বত্যাঞ্চলে ধর্ষণের ঘটনায় বিচারহীনতার অভিযোগ তুলে জড়িতদের বিচারের আওতায় আনা হলে পাহাড়ে এমন ঘটনার বৃদ্ধি পেতো না বলে মন্তব্য করে এসব ঘটনায় সুষ্ঠ বিচারের দাবী জানান।