স্টাফ রিপাের্টার:: বানভাসী বন্যাদূর্গতদের পাশে দাঁড়িয়েছে টিআইবির ইয়েস সদস্য, রোভার স্কাউট সদস্য ও সাধারণ শিক্ষার্থীরা। নিজেদের ব্যাক্তিগত অর্থায়নে শুকনাে খাবারের পাশাপাশি এতে ছিলো- মুড়ি,চানাচুর,খাবার স্যালাইন,সাবার, মশার কয়েল,নাপা ট্যাপলেট তুলে দেন বন্যা দূর্গতদের হাতে।
রোববার (২৫ আগস্ট ২০২৪) খাগড়াছড়ি জেলা সদরের (২য় ধাপে) আপাড় পেড়াছড়া,আমতলা,বটতলী,গোলাবাড়ি,মাইসছড়ি ইউনিয়ন পাকিজাছড়ি গ্রামসহ দূর্গম এলাকা গুলোতে খাদ্য সহায়তা পৌঁছে দেন তারা। এতে প্রায় দুই শতাধিক পরিবারকে টিআইবির ইয়েস সদস্য, রোভার স্কাউট সদস্য ও সাধারণ শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্তদের শুকনো খাবার পৌঁছে দেন।
তরুণরা জানান, নিজ নিজ উদ্যোগে আমরা বঞ্চিত ও অসহায় মানুষদের কাছে গিয়ে পাঁশে দাঁড়ানোর চেষ্টা অব্যাহত রেখেছি। মনের ইচ্ছা শক্তিই আমাদের এমন কার্যক্রমে প্রেরণা জুগিয়েছে। এ সময় তারা প্রচারণা বা লোক চক্ষুর আড়ালে নিজেদের আত্ম সন্তুষ্টি থেকে বন্যার্তদের পাশে থেকে সফল ভাবে কাজ এগিয়ে নিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে।