শামীমা আক্তার রুমি,স্টাফ রিপাের্টার:: বন্যা দূর্গতদের মানবিক সহায়তা তুলে হাত বাড়িয়ে পাশে দাঁড়িয়েছে গুইমারা সেনা রিজিয়ন। টানা বৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন খাগড়াছড়িতে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ২৪ আর্টিলারি ব্রিগেডের গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: রাইসুল ইসলাম।
রবিবার (২৫ আগস্ট ২০২৪) সকালে গুইমারা উপজেলার হাজীপাড়া, আমতলী পাড়া, বড়পিলাক ও হাফছড়ি সহ বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে স্থানীয় শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন রিজিয়ন কমান্ডার।
পানিবন্দি মানুষদের উদ্ধারের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা খাদ্য সামগ্রী মধ্যে-ডাল,চাল,তেল,লবন,চিনি,বিস্কুট,গুড়া দুধ, খাবার স্যালাইন ও ম্যাচ বিতরণ তুলে দেয়া হয় না।
রিজিয়ন কমান্ডার বলেন, গুইমারা রিজিয়নের আওতাধীন বন্যা কবলিত প্রতিটি এলাকায় পানিবন্দী মানুষদের উদ্ধারের পাশাপাশি সেনা সদস্যরা খাদ্য সামগ্রী বিতরণ অব্যহত রেখেছে। আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি দেশের যে কোনো দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনী অসহায় মানুষদের পাশে আছে ভবিষ্যতেও থাকবে।
এ সময় রিজিয়নের বি.এম মেজর খালেদ মোহাম্মদ সালাউদ্দিন,জি.টু.আই মেজর মিয়াম সাইফুল ইসলাম সহ সামরিক পদস্থ কর্মকর্তাগণ এতে উপস্থিত ছিলেন।