সব
facebook raytahost.com
বন্যার্তদের মাঝে সেনাবাহিনী খাবার বিতরণ অব্যাহত | Protidiner Khagrachari

বন্যার্তদের মাঝে সেনাবাহিনী খাবার বিতরণ অব্যাহত

বন্যার্তদের মাঝে সেনাবাহিনী খাবার বিতরণ অব্যাহত

খাগড়াছড়িতে ক্ষতিগ্রস্থদের দ্বারে দ্বারে খাগড়াছড়ি সদর জোন

আল-মামুন:: খাগড়াছড়িতে বন্যার্তদের দ্বারে দ্বারে পৌঁছে মানবিক সেবা নিয়ে কাজ করছে খাগড়াছড়ি সদর সেনা জোন। ক্ষতিগ্রস্থদের শুকনো খাবার থেকে শুরু করে রান্না করা খাবার বিতরণ অব্যাহত রেখেছে সেনাবাহিনী।

শুক্রবার (২৩ আগস্ট ২০২৪) বিকেলে বটতলী এলাকায় স্কুল প্রাঙ্গনসহ কয়েকটি এলাকায় ৫ শতাধিক পরিবারের মাঝে শুকনো খাবার তুলে দেন খাগড়াছড়ি সদর জোন (৩০ বীর) এর অধিনায়ক লেঃ কর্ণেল আবুল হাসনাত জুয়েল পিএসসি। এতে জোন (৩০ বীর) এর উপ অধিনায়ক মেজর মোঃ সিদ্দিকুল ইসলাম পিএসসি, ক্যাপ্টেন সিয়াম এ নূর একিউএম, এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন ইজাজ আহমেদ সাজিনসহ সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।

খাগড়াছড়ি সদর জোন (৩০ বীর) এর অধিনায়ক লেঃ কর্ণেল আবুল হাসনাত জুয়েল এতে বলেন, সকলে আমরা একে অপরের। সকল জনগোষ্ঠির কল্যাণে আত্ম মানবতার কল্যাণ কাজ করে যেতে চাই। এ দূর্যোগ বাংলাদেশ সেনাবাহিনী আপনাদের পাশে আছে এবং থাকবে। এ ধারা আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

স্থানীয়দের খাওয়া,থাকা,চিকিৎসা বিষয়ে খোঁজ খবর নেন। পাশাপাশি সব ধরনের সমস্যায় পাশে থাকার আশ^াস দেন জোন কমান্ডার। এর আগে বন্যায় উদ্ধার কার্যক্রমে অংশ নিয়ে সড়ক যোগাযোগ ব্যবস্থায় সহায়তাসহ দুস্থদের চিকিৎসা সেবা কার্যক্রমে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী। এ ধারা অব্যাহত থাকবে বলেও জানান সংশ্লিষ্ট সূত্র।

বিভিন্ন এলাকায় দিশেহারা পাহাড়ি-বাঙালী বন্যার্তদের খাগড়াছড়ি সদর জোনের পক্ষ থেকে শুকনো খাবারের মধ্যে প্রতি প্যাকেটে রয়েছে, চাউল,ডাল,লবণ,তেল,খাবার স্যালাইন,মুড়ি। বন্যায় ক্ষতিগ্রস্তদের উদ্ধার তৎপরতা,রান্না রা খাবার বিতরণ,শুকনো খাবার তুলে দেয়া থেকে শুরু করে বাংলাদেশ সেনাবাহিনী সব ধরনের সহায়তা অব্যাহত রেখেছে।

টানা ভারী বৃষ্টি ও উজানের পানিত সৃষ্ট বিপর্যস্ত পাহাড়ি-বাঙালীসহ সকল সম্প্রদায়ের পাশে থেকে মাঠে কাজ করতে মাঠে তৎপরতা দেখা যায় সেনাবাহিনীর। গত কয়েক দিনে দুই হাজার বন্যা দুর্গত মানুষকে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে দিন এবং রাতে খাবার তুলে দেয়াসহ প্রায় ৫ শতাধিক পরিবারের মাঝে প্যাকেট করা শুকনো খাবার তুলে দেয়া হয়।

আপনার মতামত লিখুন :

রাঙামাটিতে অপহৃত ইউপি চেয়ারম্যান উদ্ধার

রাঙামাটিতে অপহৃত ইউপি চেয়ারম্যান উদ্ধার

সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম গ্রেপ্তার

সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম গ্রেপ্তার

গুইমারায় এডিপির বিশ লাখ টাকার প্রকল্পে লোপাট

গুইমারায় এডিপির বিশ লাখ টাকার প্রকল্পে লোপাট

চাঁদাবাজি বন্ধ,সড়কে শৃঙ্খলায় সহায়তার প্রতিশ্রুতি

চাঁদাবাজি বন্ধ,সড়কে শৃঙ্খলায় সহায়তার প্রতিশ্রুতি

দীঘিনালায় ২০ ইসিবি’র গৃহ নির্মাণে সহায়তা প্রদান

দীঘিনালায় ২০ ইসিবি’র গৃহ নির্মাণে সহায়তা প্রদান

নতুন বাংলাদেশে পুলিশ থাকবে জনগণের সেবায়

নতুন বাংলাদেশে পুলিশ থাকবে জনগণের সেবায়

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com