— ব্রিগ্রেডিয়ার জেনারেল শরীফ মো: আমান হাসানঃ খাগড়াছড়িতে সেনাবাহিনীর খাবার বিতরণ অব্যাহত।
আল-মামুন:: বাংলাদেশ সেনাবাহিনী বন্যার্তদের পাশে সব সময় আছে জানিয়ে ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগ্রেডিয়ার জেনারেল শরীফ মো: আমান হাসান বলেছেন, বন্যার্ত কোন কেউ ক্ষুধার্ত থাকবে না। যত দিন আপনার রান্না করতে পারবেন না, বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হচ্ছে ততদিন বাংলাদেশ সেনাবাহিনীর রান্না করা খাবার ও শুকনো খাবারসহ সকল কার্যক্রম চলমান থাকবে।
এ সময় তিনি সকল সম্প্রদায়ের মানুষের খোঁজ খবর নিয়ে বন্যা কবলিত ক্ষতিগ্রস্থদের এলাকা খবর নেন। শুক্রবার (২৩ আগস্ট ২০২৪) দুপুরে খাগড়াছড়ি গোলাবাড়ী ইউপির উত্তর গঞ্জপাড়ায় বন্যার্তদের খাবার বিতরণ কালে তিনি এ কথা বলেন।
বন্যা পরিস্থিতিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের উদ্ধার তৎপরতা,রান্না রা খাবার বিতরণ,শুকনো খাবার তুলে দেয়া থেকে শুরু করে বাংলাদেশ সেনাবাহিনী সব ধরনের সহায়তা অব্যাহত রেখেছে। টানা ভারী বৃষ্টি ও উজানের পানিত সৃষ্ট বিপর্যস্ত হয়ে যখনেই সর্বশান্ত তখনেই সকল সম্প্রদায়ের পাশে থেকে মাঠে কাজ করে যাচ্ছে পাহাড়ের মানুষের নিরাপত্তা বাহিনী।
ত্রান বিতরণ কালে খাগড়াছড়ি সেনা রিজিয়নের মেজর সাদাত রহমান,মেজর মো. রেজাউল করিম ইবনে রশীদ, ক্যাপ্টেন রাফিদ, ক্যাপ্টেন গালিবসহ রিজিয়নের অন্যান্য দায়িত্বরত সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।
এতে প্রায় ৭ শতাধিক মানুষের মধ্যে রান্না করা ও শুকনো খাবার তুলে দেওয়া হয় খাগড়াছড়ি রিজিয়নের পক্ষ থেকে। একই সাথে উদ্ধার কার্যক্রমে অংশ নেয়,যোগাযোগ ব্যবস্থায় সহায়তাসহ দুস্থদের চিকিৎসা সেবা কার্যক্রমে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী। এ ধারা অব্যাহত থাকবে বলেও জানান সংশ্লিষ্ট সূত্র।
গত কয়েক দিনের বন্যায় জেলা সদরের খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন বিভিন্ন এলাকায় ৩৮৫০ পরিবারকে শুকনো খাবারসহ ৩৫০০ বন্যার্তকে রান্না করা খাবার (খিচুড়ি) তুলে দেয়া হয়।
এছাড়াও রিজিয়নের খাগড়াছড়ি জোনসহ সকল জোন নিজ নিজ এলাকায় জনগণের পাশে দাঁড়িয়ে এই বিপর্যয় মোকাবিলা করছে। বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে শান্তি-শৃঙ্খলার পাশাপাশি যে কোন দূর্যোগে পাহাড়ে বসবাসরতদের পাশে থেকে কাজ করে যাচ্ছে। এ ধারা অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট সূত্র।