স্টাফ রিপাের্টার,মাটিরাঙা:: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় চলমান টানা বর্ষণে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার বিতরণ করেছে যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি)। বৃহস্পতিবার (২২ আগস্ট ২০২৪) যামিনীপাড়া ব্যাটালিয়নের আওতাধীন এ খাবার বিতরণ করেন জোন কমান্ডার লেঃ কর্নেল আলমগীর কবির, পিএসসি।
বিতরণকৃত খাবারের মধ্যে রয়েছে, মুাড়ি, চিড়া, চিনি ও চাল। এলাকায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ২৩বিজিবির অধিনস্থ তবলছড়ি বিওপি কর্তৃক গত ২১ আগস্ট আওতাধিন এলাকায় শুকনো খাবার বিতরণসহ সর্বমোট ৪৬০ জন সুবিধা ভোগীর মাঝে এই শুকনো খাবার ও সহায়তা তুলে দেয়া হয়।
জোন কমান্ডার লেঃ কর্নেল আলমগীর কবির বলেন, সিমান্ত রক্ষার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে আত্মমানবতায় সেবায় কাজ করছে বিজিবি। আগামীতেও এ ধরণের সহায়তা অব্যাহত থাকবে বলে তিনি জানান। এসময় বিজিবির পদস্থ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।