আল-মামুন:: পাহাড়ী ঢল,ভারী বৃষ্টিপাত ও টানা কয়েক দিনের বর্ষনে সৃষ্ট স্বরণকালের ভয়াবহ বন্যায় বন্যার্তদের উদ্ধার তৎপরতায় সাধারন মানুষের পাশে দাঁড়ালো রামগড় ৪৩ বিজিবি। দূর্গত মানুষের যখন ভোগান্তির শেষ নেই তখনেই রামগড় ৪৩ বিজিবি বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে বিজিবি’র সদস্যরা।
খাগড়াছড়ি রামগড়ের বিভিন্ন উপজেলাসহ এ সহায়তা কার্যক্রম এখনাে অব্যাহত রয়েছে বলে জানান সংশ্লিষ্ট সূত্র। এই বন্যায় সীমান্তবর্তী রামগড় উপজেলার নদী পাড়সহ আশপাশের শত শত পরিবার পানিবন্দী হয়ে পড়ে। এ সময় পরিবারগুলোর গবাদীপশু,ব্যবহারিক আসবাবপত্র থেকে শুরু করে ক্ষতিগ্রস্ত জীবনযাত্রায় ব্যবহার্য জিনিসপত্র উদ্ধারে কাজ করে বিজিবি।
বন্যার্তদের উদ্ধারের পাশাপাশি ও মানবিক খাদ্য (ত্রান) সহায়তা নিয়ে পাশে দাঁড়ান রামগড় ৪৩ বিজিবি। সূত্র জানায়, রামগড় ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ইমাম হোসেন এর নির্দেশনায় ব্যাটালিয়ন উপ-অধিনায়ক মেজর নুর উদ্দিন আহমদ এর নেতৃত্বে বিজিবির বেশ কয়েকটি উদ্ধারকারী দল ব্যাটালিয়ন আওতাধীন বিভিন্ন এলাকায় অন্তত ৩শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করে।
এতে পাঁচ কেজি চাউল,২ কেজি ডাল,৩ কেজি আলু,১ কেজি পেঁয়াজ,তেঁল ১ কেজি,১ কেজি লবণ,শুকনো খাবারের মধ্যে চিড়া,মুড়ি,বিস্কুট,পানি,গুড়,কলাসহ বিভিন্ন এলাকায় ৬৯৬ পরিবারকে এসব খাদ্য তুলে দেয়া হয়।
ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ইমাম হোসেন জানান, বন্যাদের নিরাপদে সড়িয়ে নিয়ে তাদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়াসহ ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে বলে জানান তিনি।