মো: সোহেল রানা,স্টাফ রিপাের্টার:: খাগড়াছড়ি দীঘিনালা জোনের পক্ষ থেকে বন্যায় কবলিত আশ্রয় কেন্দ্র আশ্রয় নেয়া পরিবারের মাঝে বিনামূল্য চিকিৎসা সেবা ও ঔষধ বিতরন করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ আগস্ট ২০২৪) বিকালে কবাখালী ইউনিয়নের ১নং কবাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্র আশ্রয় নেয়া পরিবারের সদস্য ও কবাখালী কেজি স্কুল আশ্রয় কেন্দ্র থেকে আসা পরিবারের সদস্যদের মাঝে চিকিৎসা সেবা প্রদান করেন দীঘিনালা জোনের মেডিকেল অফিসার মো: রাকিব।
এসময় উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো: জয়নুল আবেদীন। কবাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র আশ্রয় নেয়া সমতি বানু(৭০) বলেন, বন্যার পানিতে বাড়ি ঘর ঢুবে গেছে তাই আশ্রয় কেন্দ্র চলে আসছি।
আর্মির ডাক্তার এসে আামাদেরকে চিকিৎসা দিয়েছে অনেক ভাল হইছে। শিশু হাফসা আক্তার(৯) বলেন, ময়লা পানিতে হাঁটার কারনে পায়ে গোটা হয়েছে। সেনাবাহিনীর ডাক্তার আমাকে ঔষধ দিয়েছেন অনেক ভালো হয়েছে। এতে প্রায় ২শতাধিক লোকজনকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।