বিএনপির কার্যালয় ভাঙচুর,অগ্নিসংযোগ,মারধর ও লুটপাটের অভিযোগ
আল-মামুন:: “পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সাবেক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা,খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী,সাবেক মেয়র রফিকুল আলমসহ ১৮৬ আওয়ামী লীগ” নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে খাগড়াছড়ির মানিকছড়ি থানায়।
মামলায় আরো ১০০/১৫০ ব্যক্তিকে অজ্ঞাত আসামি করা হয়। মঙ্গলবার (২০ আগস্ট ২০২৪) মানিকছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মীর হোসেন বাদী হয়ে মানিকছড়ি থানায় এ মামলা দায়ের করেন। যার মামলা নং-০১। ২০/০৮/২০২৪।
মানিকছড়িতে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর,অগ্নি সংযোগ,নেতাকর্মীদের মারধর ও লুটপাটের অভিযোগে মামলা হয়েছে বলে নিশ্চিত করে মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইকবাল উদ্দিন।
তিনি জানান, ২০২২ সালের ১৫ ডিসেম্বর মানিকছড়ি উপজেলা বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর, মারধর ও লুটপাটের অভিযোগে মামলা হয়েছে। এ মামলায় মোট ১৮৬ জনকে আসামি করা হয়েছে। এছাড়াও ১৫০ ব্যক্তিকে অজ্ঞাত আসামি করা হয়েছে উক্ত মামলায়। মামলার ঘটনায় তদন্ত চলামান রয়েছে বলেও তিনি জানান।
এ মামলায় আরো আসামী করা হয়েছে, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক জাহেদুল আলম,সহ-সভাপতি কংজরী চৌধুরী,সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম,মানিকছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দিন, মাটিরাঙা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম,দীঘিনালা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো: কাশেম সহ ১৮৬ আওয়ামী লীগ নেতাকর্মীকে। অজ্ঞাত আসামী করা হয় আরো ১০০/১৫০ ব্যক্তিকে।