রক্তাক্ত জুলাই ও স্বনির্ভর হত্যাকান্ডের প্রতিবাদ
আল-মামুন:: রক্তাক্ত জুলাই ২০২৪ ও স্বনির্ভর হত্যাকান্ড ২০১৮ এ নিহত আবু সাঈদ-মুগ্ধ,তপন-এল্টন,পলাশসহ ফ্যাসিস্ট হাসিনার আমলের নিহত সকল শহীদদের সম্মানে স্মরণ সভা ও প্রদীপ প্রজ্জ্বলন করেছে দমন-পীড়নের বিরুদ্ধে পাহাড়ের প্রতিবাদী ছাত্র-যুব-নারীসমাজ।
রবিবার (১৮ আগস্ট ২০২৪) বিকেল থেকে শহরের চেঙ্গী এস্কয়ারে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী আন্দোলনের চট্টগ্রাম সমন্বয়ক সাইফুর রুদ্র, হিল ইউমেন্স ফেডারেশন এর খাগড়াছড়ি জেলা আহবায়ক এন্টি চাকমা,পিসিপির খাগড়াছড়ি জেলা সভাপতি শান্ত চাকমা,পিসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য অমিত চাকমা।
বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে হত্যাকান্ড,বিভিন্ন সময় নির্যাতনের কথা তুলে ধরে ঐক্যবদ্ধ আন্দোলনে মধ্য দিয়ে যেভাবে অধিকার আদায় করতে হয় তা বিপুলরা দেখিয়ে গেছে বলে মন্তব্য করে বক্তারা। পার্বত্য চট্টগ্রামের ভবিষ্যত নেতৃত্ব শুন্য করতে পাহাড়ের বেঁচে বেঁচে হত্যাকান্ড করা হচ্ছে বলে অভিযোগ এনে নেতৃবৃন্দরা জনগণের বুকে গুলি চালানোদের সাথে কোন আপস নয় বলে হুশিয়ারি জানান।
পার্বত্য চট্টগ্রামের ন্যায় সংগত আন্দোলনে সকলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয় এতে। পাহাড়ের নির্যাতন নীপিড়নের সংবাদ জাতীয় দৈনিকগুলোতে প্রকাশিত হয়না বলে দুঃখ প্রকাশ করেন। পরে সন্ধ্যায় প্রতিবাদী নৃত্য ও প্রদীপ প্রজ্জ্বলন করা হয়।