স্টাফ রিপাের্টার:: ট্রান্সপােরিন্স ইন্টারন্যাশনাল বাংলােদশ ব্যানারে আন্তর্জাতিক যুব দিবস -২০২৪ এ নতুন বাংলাদেশ বিনির্মানে তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা কার্যকর প্রতিফলনে মানববন্ধন হয়েছে খাগড়াছড়িতে। সোমবার (১২ আগস্ট ২০২৪) সকালে খাগড়াছড়ি শাপলা চত্বরে সচেতন নাগরিক কমিটি (সনাক) জেলা কমিটি এ মানববন্ধন করে।
সনাক খাগড়াছড়ি জেলা কমিটির সদস্য শরৎ কান্তি চাকমা’র সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সনাক সদস্য অংসুই মারমা, টিআইবি এর এরিয়া কোঅরডিনেট মোঃ আবদুর রহমান, ইয়েস দল নেতা মোঃ সোহাগ, রোবার সদস্য মোঃ নাজমুল হাসান, বিএনসিসি এর সদস্য তামান্না তাসরিম করবীসহ অসংখ্য শিক্ষার্থী।
মানববন্ধন থেকে বক্তারা, দুর্নীতি মুক্ত নতুন বাংলাদেশ প্রত্যাশার কথা তুলে ধরে তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা কার্যকর প্রতিফলনে চাই। তরুণদের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে আমরা বাংলাদেশকে নতুন রূপে গড়ার প্রত্যয়ে সজাগ থেকে সকলকে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার দাবি জানান।