বিশৃঙ্খলাকারীরা কোন দলের বা আন্দোলনকারীদের কেউ নয়
স্টাফ রিপাের্টার:: খাগড়াছড়িতে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্প্রতিবার (৮ আগস্ট ২০২৪) দুপুরে খাগড়াছড়ি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। এতে জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি ২০৩ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হাসান, এসপিপি, এনডিসি, পিএসসি।
এতে মতবিনিময় সভায় খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার জেলার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর অবস্থান স্পষ্ট করেন। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা বিশৃঙ্খলাকারীরা কোন দলের বা আন্দোলনকারীদের সাথে সম্পৃক্ততা নেই বলে উল্লেখ করেন।
আগামীকাল থেকে জেলা পুলিশ প্রশাসনসহ সকল দপ্তর/বিভাগ নিজেদের কাজ সুষ্ঠভাবে পরিচালনা করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার জানান, কোন দুর্বৃত্তকারী কোন রকম বাঁধা প্রদানে চেষ্টা করলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সাথে কঠাের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
এতে খাগড়াছড়ি বিজিবি সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ আব্দুল মোত্তাকিম,৩০ বীর খাগড়াছড়ি জোন কমান্ডার লেঃ কর্ণেল আবুল হাসনাত জুয়েল, খাগড়াছড়ি ব্রিগেডের জিএসও-২ (আই) মেজর জাবির সোবহান মিয়াদ,জেলা এন এস আই যুগ্ন পরিচালক মো: ফিরোজ রাব্বানী, জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী,সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ছাবের, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা ইসলাম অংশ নেন।
এছাড়া খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, ইসলামি আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন, জেলা জাতীয় পার্টির সদস্য নজরুল ইসলাম, বাংলাদেশ জামায়েতে ইসলামী খাগড়াছড়ি জেলা আমীর সৈয়দ মোঃ আব্দুল মোমেন, নায়েবে আমীর অধ্যক্ষ মোঃ আবুল হোসেন,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর মোঃ মাসুদ রানা, জাহিদ হাসান, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি চৌধুরী আতাউর রহমান রানাসহ বিভিন্ন দপ্তর প্রধানরা উপস্থিত ছিলেন।