স্টাফ রিপাের্টার:: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ করায় খাগড়াছড়িতে উল্লাস মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ আগস্ট-২০২৪) বিকেলে খাগড়াছড়ি জেলা যুবদলের উদ্যোগে জেলা সভাপতি মাহাবুব আলম সবুজ এর সভাপতিত্বে আয়োজিত মিছিলটি ভাঙ্গাব্রীজ থেকে শুরু করে প্রধান সড়ক ঘুরে শাপলা চত্ত্বর সমাবেশ শেষে ভাঙ্গাব্রীজ গিয়ে মিছিল শেষ করে।
এতে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, সহ-সভাপতি ও মাটিরাঙ্গা সাবেক উপজেলা চেয়ারম্যান নাছির উদ্দিন, সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ন সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, মোশাররফ হোসেন এ্যাড: আব্দুল মালেক মিন্টু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজাসহ সিনিয়র নেতাকর্মীরা এতে অংশ নেয়।
এছাড়া এতে কৃষকদলের সভাপতি পারদর্শী বড়ুয়া, মহিলা দলের সাধারণ সম্পাদক শাহেনা আক্তার, সাংগঠনিক সম্পাদক তাহমিনা সিরাজ সীমা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল নোমান সাগর, ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেন সুমন, সাধারণ সম্পাদক জাহিদুল আলম জাহিদ এবং জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার বলেন, শেখ হাসিনা অবৈধভাবে ক্ষমতায় এসে দুর্নীতির সীমা অতিক্রম করেছে বিধায় গণভবন থেকে পিছনের দরজায় দিয়ে দেশ থেকে পালিয়ে গেছে।
এ সময় তিনি খাগড়াছড়িতে আ’লীগের নেতাদের সমালোচনা করে খাগড়াছড়ি জেলা বিএনপি নেতাকর্মীদের অত্যাচার করেছে বলে অভিযোগ তোলেন। এ সময় তিনি খাগড়াছড়ির সকল স্তরের ব্যবসায়ীদের নির্বিঘ্নে ব্যবসা করতে আহ্বান জানান।