স্টাফ রিপোর্টার:: খাগড়াছড়ি দীঘিনালায় প্রতিপক্ষের গুলিতে নিহত ইউপিডিএফ সদস্য জুনেল চাকমা (৩১) লাশ ময়না তদন্ত শেষে হস্তান্তর করেছে পুলিশ। রবিবার (২৮ জুলাই ২০২৪) দুপুরে খাগড়াছড়ি সদর হাসপাতাল মর্গে ময়না তদন্ত শেষে গুলিতে নিহত জুনেল চাকমার লাশ বুঝে নেন সাবেক মেম্বার ত্রিশংকর চাকমা।
এর আগে শনিবার (২৭ জুলাই) ভোররাত ৫টা দিকে জুনেল চাকমা সাংগঠনিক কাজ শেষে রাতে শান্তি বিকাশ কার্বারী পাড়ার স্থানীয় একটি বাড়িতে ঘুমানোর সময় প্রতিপক্ষের এলোপাথাড়ি ব্রাশ ফায়ারে নিহত হয়।
এ ঘটনার জন্য (প্রসীত খীসা নেতৃত্বাধীন) ইউপিডিএফ‘র সংগঠক অংগ্য মারমা, ইউপিডিএফ গণতান্ত্রিক ও জেএসএস সংস্কারকে দায়ী করলেও সে অভিযোগ অস্বীকার করে সংগঠন দুটির নেতারা।
তারা এ হত্যাকাণ্ড উল্টা ইউপিডিএফ এর অভ্যন্তরীণ কোন্দলের জেরে মন্তব্য করে হত্যার দায় অন্যের ঘাড়ে চাপানোর চেষ্টা করছে বলে পাল্টা অভিযোগ করেন।
এদিকে-ইউপিডিএফ এর পক্ষ থেকে হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের আইনের আওতায় এনে দৃস্টান্তমুলক শাস্তির দাবী জানান সংগঠনের পক্ষ থেকে।নিহত জুনেল চাকমা দীঘিনালা উপজেলার কবাখালী ৯ নম্বর ওয়ার্ডের ত্রিশংকর হেডম্যানপাড়ার তপ্ত কাঞ্চন চাকমার ছেলে।