সব
facebook raytahost.com
বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে তিন সংগঠনের সমাবেশ | Protidiner Khagrachari

বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে তিন সংগঠনের সমাবেশ

বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে তিন সংগঠনের সমাবেশ

প্রেস বিজ্ঞপ্তি:: বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস-২০২৪ উপলক্ষে “Let us save our environment” শ্লোগানে এবং ‘যত্রতত্র প্লাস্টিক-পলিথিন ফেলে বিপর্যয় ডেকে আনবেন না, নির্মল সবুজ পৃথিবী গড়ার লক্ষে এগিয়ে আসুন” এই আহ্বানে রাঙামাটিতে জনসচেতনতামূলক সমাবেশ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), হিল উইমেন্স ফেডারেশন ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ।

রবিবার (২৮ জুলাই ২০২৪) সকাল ১১টার সময় রাঙামাটি সদর উপজেলার মানিকছড়িতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের পূর্বানুমতি সাপেক্ষে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশ করার কথা থাকলেও সমাবেশে যাওয়ার সময় পুলিশ মানিকছড়িতে আটকে দেয়। ফলে সেখানে (মানিকছড়িতে) সমাবেশ করা হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি নীতি চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিনিধি জিপল চাকমা ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের প্রতিনিধি পিংকি চাকমা।

সমাবেশে “পার্বত্য চট্টগ্রামকে পর্যটন জোন হিসেবে দেখতে চাই না; prevent pollution, protect nature; দর্শনীয় স্থানে প্লাস্টিকের বোতল-কনটেইনার-ঢাকনা-পলিথিন ফেলবেন না; পর্যটক সেজে প্লাস্টিক-পলিথিন বর্জ্য ছড়ানো বরদাস্ত করবো না; সংখ্যালঘু জাতিসত্তাসমূহের জন্য ৫% কোটা বরাদ্দ চাই; দমন-পীড়ন বন্ধ কর, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দাও; আবু সাঈদসহ বৈষম্যবিরোধী আন্দোলনের নিহতদের সম্মান জানাই…” ইত্যাদি শ্লোগান লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়। এ সময় পুলিশ ‘সংখ্যালঘু জাতিসত্তাসমূহের জন্য ৫% কোটা বরাদ্দ চাই’ লেখা প্ল্যাকার্ড ছিনিয়ে নিয়ে যায়। পরে বাক-বিতন্ডার পর ফিরিয়ে দেয়।

হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নীতি চাকমা প্রশাসনের প্রতি নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, জেলা প্রশাসনকে অবগত করার পরেও পুলিশ জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে সমাবেশ করতে যেতে দেয়নি। তিনি বলেন, মুনাফালোভী এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী চক্র পাহাড় কেটে, পাথর উত্তোলন করে পাহাড়ে বিপর্যয় ডেকে আনছে। মুনাফালোভীরা বনভূমি উজাড় করার কারণে পাহাড় ধস ও ঝিরি-ঝরণায় পানি শুকিয়ে যাচ্ছে। অন্যদিকে পর্যটন ও সীমান্ত সড়ক নির্মাণের নামে বন-পরিরেশ-প্রকৃতি ধ্বংস করা হচ্ছে। তিনি সবাইকে প্রকৃতি-পরিবেশ রক্ষার্থে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

বক্তারা, মুনাফালাভের আশায় সেগুন, রাবারসহ বিভিন্ন ধরনের বিদেশী গাছ রোপন করার কারণে পাহাড়ে পানির স্তর নিচে নেমে যাচ্ছে, যার কারণে শুকনো মৌসুমে পাহাড়ে চরম পানির সংকট দেখা দিচ্ছে। তিনি সংখ্যালঘু জাতিসত্তাদের জন্য ১% কোটা পর্যাপ্ত নয় মন্তব্য করে অবিলম্বে ৫% কোটা পুনর্বহালের দাবি জানান।

যত্রতত্র প্লাস্টিক-পলিথিন ফেলে মাটির উবর্রতা হ্রাস পাচ্ছে এবং পরিবেশের চরম ক্ষতি সাধিত হচ্ছে। উন্নয়নের নামে ও বন-প্রকৃতি ধ্বংস করা হচ্ছে। সমাবেশ থেকে বক্তারা বন-প্রকৃতি-পরিবেশ বাঁচাতে সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানান এবং পার্বত্য চট্টগ্রামে কথিত উন্নয়নের নামে বন-পরিবেশ ধ্বংসের কার্যক্রম বন্ধের দাবি জানান।

আপনার মতামত লিখুন :

কাপ্তাই লেকের ড্রেজিং হওয়া অত্যন্ত জরুরী-সুপ্রদীপ চাকমা

কাপ্তাই লেকের ড্রেজিং হওয়া অত্যন্ত জরুরী-সুপ্রদীপ চাকমা

পাহাড় ভ্রমণ খুলছে নভেম্বরে-পার্বত্য উপদেষ্টা

পাহাড় ভ্রমণ খুলছে নভেম্বরে-পার্বত্য উপদেষ্টা

আটক সাংবাদিকদের মুক্তির দাবিতে কর্মবিরতি

আটক সাংবাদিকদের মুক্তির দাবিতে কর্মবিরতি

বন্যায় দূর্গতদের আর্থিক অনুদান প্রদান

বন্যায় দূর্গতদের আর্থিক অনুদান প্রদান

জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে

জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে

শারদীয় দূর্গাৎসব উপলক্ষে জোনের প্রণোদনা

শারদীয় দূর্গাৎসব উপলক্ষে জোনের প্রণোদনা

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com