স্টাফ রিপাের্টার:: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পানিতে ডুবে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ১২ বছর বয়সী নিহত মো: সাইফুল ইসলাম মাটিরাঙ্গা মিউনিসিপল স্কুল এন্ড কলেজের ৭ম শ্রেণীর ছাত্র।
বুধবার (১৭ জুলাই ২০২৪) দুপরে মাটিরাঙ্গা পৌরসভার লাতু লিডারপাড়া চৌধুরীর লেকে এ ঘটনা ঘটে। নিহত সাইফুল মাটিরাঙ্গা পৌরসভার ৪নং ওয়ার্ড ফরিদ ডিলারপাড়ার কৃষক জয়নাল আবদীনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন,ওয়ার্ড কাউন্সিলর মো: আলমগীর হোসেন।
তিনি জানান, দুপুরে বন্ধুদের সাথে গোসল করতে লেকে এই শিক্ষার্থী। সাঁতার না জানায় গোসল করার সময় সাইফুল পানিতে তলিয়ে গেলে সাথে থাকা অপর ২ বন্ধু খবর দিলে এলাকার লোকজন গিয়ে তাকে উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।
মাটিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ কমল কৃঞ্চ ধর বলেন, লাশের সুরতহাল শেষে পরবর্তী পদক্ষেপ গ্রহনে কার্যক্রম চলছে।