আল-মামুন:: খাগড়াছড়িতে নারী কর্মীদের সঞ্চয়কৃত অর্থের “চেক ও সনদ বিতরণ” করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই ২০২৪) খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ চেক ও সনদ বিতরণ করা হয়।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি-৩ (আরইআরএমপি-৩) শীর্ষক প্রকল্পের নারী কর্মীদের সঞ্চয়কৃত অর্থের এই “চেক ও সনদ বিতরণ” অনু্ষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন, খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান মো. দিদারুল আলম মহোদয়।
খাগড়াছড়ি সদর এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. রাজু আহমেদ এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন,খাগড়াছড়ি এলজিইডি নির্বাহী প্রকৌশলী তৃপ্তি শংকর চাকমা,খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা ইসলামসহ জনপ্রতিনিধিরা এতে অংশ নেন। পরে এতে প্রকল্পের আওতায় নারী কর্মীদের সঞ্চয়কৃত অর্থের চেক ও সনদ তুলে দেন অতিথিরা।