সব
facebook raytahost.com
শিক্ষার্থীদের উপর হামলার নিন্দা পিসিপির | Protidiner Khagrachari

শিক্ষার্থীদের উপর হামলার নিন্দা পিসিপির

শিক্ষার্থীদের উপর হামলার নিন্দা পিসিপির

কোটা সংস্কারের দাবি

প্রেস বিজ্ঞপ্তি:: সরকার প্রধানের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যর প্রতিবাদে কোটা সংস্কার আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের আয়োজিত মিছিল ও সমাবেশে পুলিশ-ছাত্রলীগের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)। আজ মঙ্গলবার (১৬ জুলাই ২০২৪) পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি অঙ্কন চাকমা ও সাধারণ সম্পাদক অমল ত্রিপুরা সংবাদ মাধ্যমে প্রদত্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানান।

নেতৃদ্বয় বলেন, ‘মুক্তিযোদ্ধা কোটা’ সংস্কারের দাবিতে সারাদেশে সাধারণ শিক্ষার্থীদের চলমান আন্দোলন দমন করতে সরকার তার পেটুয়া বাহিনী ছাত্রলীগকে মাঠে নামিয়েছে। শিক্ষার্থীদের দাবি মেনে না নিয়ে এক সংবাদ সম্মেলনে সরকার প্রধান শিক্ষার্থীদের উদ্দেশ্য করে উস্কানিমূলক বক্তব্য দেন। তার ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে সারাদেশে প্রতিবাদ মিছিল, সভা-সমাবেশ করলে পুলিশ-ছাত্রলীগ বিনা উস্কানিতে তাদের ওপর হামলা চালায়।

অনলাইন পোর্টালে পরিবেশিত সংবাদে জানা গেছে, আজ দুপুরে পুলিশের হামলায় রংপুর বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়ের আবু সাঈদ নামে এক শিক্ষার্থী প্রাণ হারিয়েছে। এছাড়াও ‘গতকাল ঢাকা ইডেন কলেজের ছাত্রীদের উপর এবং ঢাবি, জাবি, রাবি, চবিসহ সারাদেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর নৃশংসভাবে হামলা করা হয়েছে।

এতে ৫ শতাধিক শিক্ষার্থী এবং জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষক গুরুত্বর আহত হয়েছেন। ওই শিক্ষক পুলিশের গুলিতে আহত হন বলে জানা যায়।’সারাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয় এবং শিক্ষাপ্রতিষ্ঠানে এমন সন্ত্রাস-নৈরাজ্যের ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে তারা মন্তব্য করেন।

পাবলিক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে কঠোর সমালোচনা করে নেতৃদ্বয় বলেন, দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো নামে স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান হলেও আসলে সরকারের তল্পিবাহকে পরিণত হয়েছে। ফলে এখন বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষকের নিরাপত্তা বলতে কিছুই নেই।

গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর ঘন্টার পর ঘন্টা সন্ত্রাসীদের হামলা ও তাণ্ডব চলতে থাকলেও তাদের নিবৃত্ত করবার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এগিয়ে আসেনি এবং পুলিশ প্রশাসনকেও এ বিষয়ে কোন নির্দেশনা দেওয়া হয়নি। হামলা ও সন্ত্রাস থেকে সাধারণ ও নিরীহ শিক্ষার্থীদের রক্ষার দায়িত্ব যাদের, তারা যদি তাদের সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তাহলে শিক্ষাঙ্গনে এবং এমনকি সারা দেশে অরাজকতা ও নৈরাজ্য বৃদ্ধি পেতে বাধ্য বলে পিসিপি নেতৃদ্বয় মন্তব্য করেন।

নেতৃদ্বয় অবিলম্বে রংপুর বেরোবি এক শিক্ষাথীকে হত্যার বিচার, সারাদেশে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান,আহতদের সুচিকিৎসা প্রদান,সরকারি চাকুরিতে সংখ্যালঘু জাতিসত্তাদের জন্য বরাদ্দ ৫% কোটা পুনর্বহাল এবং দেশের বিশেষজ্ঞ ও যোগ্যতম ব্যক্তিদের নিয়ে একটি টাস্কফোর্স গঠন করে চলমান কোটা সংস্কার আন্দোলনের যৌক্তিক সমাধান করার দাবি জানান। পাহাড়ি ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক থুইলাপ্রু মারমা প্রেরিত বার্তায় এ তথ্য জানান।

আপনার মতামত লিখুন :

গহীন বনে রেসাস প্রজাতির বানর শাবক অবমুক্ত

গহীন বনে রেসাস প্রজাতির বানর শাবক অবমুক্ত

রামগড়ে অবৈধ বালু উত্তোলনের দায়ে জরিমানা

রামগড়ে অবৈধ বালু উত্তোলনের দায়ে জরিমানা

ইউপিডিএফ’র আস্তানা থেকে বিপুল সরঞ্জাম উদ্ধার

ইউপিডিএফ’র আস্তানা থেকে বিপুল সরঞ্জাম উদ্ধার

পারভেজ হত্যার বিচারের দাবীতে মানববন্ধন

পারভেজ হত্যার বিচারের দাবীতে মানববন্ধন

বাবুছড়া ৭বিজিবি’র বিনামূল্যে চিকিৎসা সেবা

বাবুছড়া ৭বিজিবি’র বিনামূল্যে চিকিৎসা সেবা

হত্যা-নৈরাজ্যে নতুন স্বৈরাচারের পথে তারাও

হত্যা-নৈরাজ্যে নতুন স্বৈরাচারের পথে তারাও

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com