প্রেস বিজ্ঞপ্তি:: বাংলাদেশ আওয়ামী লীগ খাগড়াছড়ি জেলা শাখার উপদেষ্টা মন্ডলীর সম্মানিত সদস্য ও খাগড়াছড়ি বারের জ্যেষ্ঠ আইনজীবী তৈয়ব আলী-এঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী।
প্রবীণ আইনজীবী জনাব তৈয়ব আলী দীর্ঘ কাল ধরে আইন পেশায় সম্পৃক্ত ছিলেন। এই দীর্ঘ সময়ে তিনি অগুণতি মানুষকে আইনি সহায়তা প্রদান করেছেন। এ সময় খাপাজেপ চেয়ারম্যান আইনের শাসন প্রতিষ্ঠায় তাঁর অবদানের কথা শ্রদ্ধা চিত্তে স্মরণ করেন।
তিনি জনাব তৈয়ব আলী-এঁর বিদেহী আত্মার শান্তি কামনা এবং তাঁর শোক সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরীর প্রেরিত শোক বার্তায় বিষয়টি নিশ্চিত করেন।