মো: সোহেল রানা:: খেলাধূলা মন প্রফুল্ল রাখে শারীরিক সুস্থ রাখে সামম্প্রদায়ীক সম্প্রীতি বন্ধন দৃঢ় করে খাগড়াছড়ির দীঘিনালা জোনের ৪ই বেংগলেরপক্ষ থেকে বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে খেলাধূলার করার জন্য ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়েছে।
সোমবার(১জুলাই) দুপুরে দীঘিনালা সেনা জোনের জারুলছড়ি আর্মি ক্যাম্প সংলগ্ন জারুলছড়ি হেডম্যান পাড়া নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে অত্র এলাকার শিক্ষার্থীদের মাঝে এ ক্রীড়া সামগ্রী বিতরণ করেন, দীঘিনালা সেনা জোনের অধিনায়ক লে. কর্ণেল মো. ওমর ফারুক (পিএসসি)।
এ সময় জোন এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন এম. এ. মোমেন শিহাব উপস্থিত ছিলেন। ক্রীড়া সামগ্রীর মধ্যে ফুটবল, ভলিবল ও ক্রিকেট খেলার সরঞ্জাম বিতরণ করা হয়। সেনাবাহিনী কর্তৃক খেলাধুলা সামগ্রী পেয়ে উচ্ছাস করতে দেখা যায় শিক্ষার্থীদের।