স্টাফ রিপাের্টার::মাদ্রাসা শিক্ষা’কে গুরুত্ব দেয়া উচিৎ বলে মন্তব্য করে উপজেলা ভাইস চেয়ারম্যান আলী হোসেন বলেন,জীবনের পুর্নাঙ্গ শিক্ষা অর্জন করতে হলে সাধারণ শিক্ষার পাশা পাশি প্রযুক্তিগত শিক্ষার কোন বিকল্প নাই। তাই সন্তানের ভবিষ্যত বিবেচনায় প্রযুক্তি নির্ভর শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করা উচিৎ।
রবিবার (৩০ জুন ২০২৪) সকালে মাটিরাঙ্গা হাসপাতাল রোডস্ত জায়েদ মনোয়ারা প্রযুক্তি মাদ্রাসায় ফল উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষার্থীদের উৎসাহ দিতে ব্যতিক্রর্মী এমন আয়োজনে মাদ্রাসা প্রতিষ্ঠাতা ও সংশ্লিস্টদের ধন্যবাদ জানিয়ে ভাইস চেয়ারম্যান আরো বলেন, আনন্দহীন শিক্ষা কোন শিক্ষা নয়।
লেখাপড়ার পাশাপাশি উৎসাহ উদ্দিপনা আর আনন্দের মাঝে নিহিত রয়েছে প্রকৃত শিক্ষা। তাই মাঝে মধ্যে এমন কিছু করতে হবে যাতে কোমলমতি শিশুরা শিক্ষা প্রতিষ্ঠানে আসতে উৎসাহিত হয়। সকল সম্প্রদায়ের জন্য বর্তমান সরকার কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, আওয়ামীলীগ সরকার কোন বিশেষ জাতি বা গোষ্টির কাজ করেনা। সকলের জন্য সকল ক্ষেত্রে কাজ করে। আগামীতে মাদ্রাসার যে কোন প্রয়োজনে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন নির্দেনা দেন তিনি।
এ সময় শিক্ষার্থী শিক্ষক, মাদ্রাসা কমিটির নেতৃবৃন্দ ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। পরে মাদ্রাসা অভ্যন্তরে ঘুরে ঘুরে শ্রেণী কক্ষ,পরিবেশ ও পরিষ্কার পরিচ্ছতা দেখে সন্তোস প্রকাশ করেন। এবং শিক্ষক ,মাদ্রাসা পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ,অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মৌসুমী ফল খাওয়া উৎসবে অংশ গ্রহন করেন। এমন আয়োজনে সন্তুষ্ট অভিভাবক এবং উল্লাসিত শিক্ষার্থীরাও।