মো: সোহেল রানা:: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা (এমপি) বলেছেন,খেলাধুলা মনকে প্রফুল্ল রাখে। শরীকে সুস্থ রাখে এবং সাম্প্রদায়িক-সম্প্রীতি বন্ধন দৃঢ় করে বলে মন্তব্য করেছেন তিনি।
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর কালে শনিবার (২৯ জুন ২০২৪) দুপুরে উপজেলার মাইনি সেতু সংলগ্নে স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তুর স্থাপন করেন তিনি এসব কথা।
উপজেলা পর্যায়ে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্প (দ্বিতীয় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় ৬ কোটি ২৩ লক্ষ ৯৭ হাজার টাকা ব্যয়ে নির্মাণ কাজটি করাবেন ঠিকাদারি প্রতিষ্ঠান “মেসার্স লুম্বিনী এন্টারপ্রাইজ”।
প্রকল্পটি বাস্তবায়ন করবেন,জাতীয় ক্রীড়া পরিষদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। প্রকল্পটির এনওএ প্রদানের তারিখ ১৩ মার্চ ২০২৪ এবং প্রকল্পটির মেয়াদকাল ৯ মাস।
এসময় খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, জেলা পুলিশ সুপার মুক্তা ধর, খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান দিদারুল আলম, দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদ, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাসনাত খাঁন, আওয়ামী লীগের সভাপতি মো. কাশেম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ানসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।