স্টাফ রিপাের্টার:: খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি সেনা জোনের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ জুন ২০২৪) সকালে জোন সদরে এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, জোন কমান্ডার লে. কর্নেল সৈয়দ পারভেজ মোস্তফা পিএসসি, জি।
সভায় বিশেষ অতিথি ছিলেন, জোনের উপ-অধিনায়ক মেজর হাসান মাহমুদ, ক্যাপ্টেন আশিক, গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান মেমং মারমা, মানিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, গুইমারা থানার ওসি আরিফুল আমিন, ইউপি চেয়ারম্যানসহ জনপ্রতিনিধি থেকে শুরু করে গন্যমান্যরা।
বক্তারা জোনের দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার শান্তি-শৃঙ্খলা রক্ষা,অপরাধ দমন,পাহাড় কাটা,অবৈধ কাঠ পাচার বন্ধ, বাজারের শৃঙ্খলা, মাদকদ্রব্য, চোরাচালান, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলসহ নানা বিষয়ে উঠে আসে আলোচনা সভায়।