স্টাফ রিপাের্টার:: খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়িতে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ এর ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী (প্লাটিনাম জয়ন্তি) উদযাপন করেছে তবলছড়ি ইউনিয়ন আওয়ামীলীগ।
এ উপলক্ষে রবিবার (২৩ জুন ২০২৪) বিকালে তবলছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মোঃ ফজলুল হক সরকার।
এর সকাল ৯টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন এবং জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে কেক কাটেন দলীয় নেতাকর্মীরা।
সভায় তবলছড়ি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুল কাদের`র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন,মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আলী হোসেন, তবলছড়ি ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ, তবলছড়ি ইউনিয়ন আওয়মীলীগ সাধারণ সম্পাদক এস এম কামাল উদ্দিন, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি রাশেদ পাটোয়ারী প্রমুখ এবং ইউনিয়ন আওয়ামীগ ও সহযোগি মংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেয়।