বিটন চৌধুরী:: ঈদ আনন্দ প্রিয়জনদের একসঙ্গে কাটাতে সবাই চাই। ঘুরে বেড়াতে কারনা মনে চায়। ঈদুল আজহার ছুটিতে সেই আনন্দে যোগ করেছে বাড়তি মাত্রা। এবার সারাদেশ থেকে খাগড়াছড়িতে পর্যটক বেড়াতে না আসলেও আলুটিলা পর্যটন কেন্দ্রে স্থানীয় মানুষের ভিড় জমে।
মঙ্গলবার দুপুরে থেকে পর্যটন কেন্দ্রের প্রতিটি পয়েন্টে দর্শনাথীদের ভিড় দেখা গেছে। বিশেষ করে আলুটিলার প্রাকৃতিক সুড়ঙ্গ ঘুরে বেশি রোমাঞ্চিত হয়েছেন এখানে বেড়াতে আসারা। এছাড়াও লাভ ব্রিজে পর্যটকদের ভিড়। নন্দন পার্ক, কুঞ্জছায়া সবখানেই পর্যটকদের পদচারণায় মুখরিত।
আলুটিলায় গিয়ে দেখা যায়, স্থানীয় পাহাড়ি-বাঙালি মানুষের ঢল নেমেছে। সবাই মিলে মিশে সময় পার করছেন। অনেকে ছবি তোলছেন। আবার আড্ডায় মেতেছে। স্থানীয়রা জানান, বেড়াতে খুব একটা সুযোগ হয়। ঈদের ছুটিতে বেড়াতে এসে ভালো লাগছে।
আলুটিলা পর্যটন কেন্দ্রের ঠিকেট মেনেজার কোকোনাথ ত্রিপুরা জানায়, গত দুই দিন ধরে দেখছি বাহির থেকে পর্যটক আসেনি। কিন্ত স্থানীয় মানুষের ঢল নেমেছে। আজকে পনেরশ মানুষ আলুটিলায় প্রবেশ করেছে।
খাগড়াছড়ি ট্যুরিষ্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাসান ইকবাল চৌধুরী বলেন, ঈদের ছুটিতে পর্যটন স্পটগুলোতে পর্যটক বেড়াতে আসেন। তাদের নিরাপত্তার জন্য আলুটিলা পর্যটন কেন্দ্র, জেলা পরিষদ পার্ক, রিসাং ঝরনাসহ বিভিন্ন পর্যটন স্পটে মোবাইল ডিউটি এবং সাদা পোশাকে টিম কাজ
করছে।