স্টাফ রিপাের্টার::” নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” শ্লোগানে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মৎস্য অধিদপ্তরাধীন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্প রাঙ্গামাটির আওতায় উপজেলা পর্যায়ে স্টেকহোল্ডার ক্যাম্পেইন বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১২জুন দুপুরের দিকে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় অনুষ্ঠিত উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ “রিছাং” এ অনুষ্ঠিত প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্ত ও রিসোর্স পার্সন ড.আরিফ হোসেন।
মাটিরাঙ্গ উপজেলা নির্বাহী কর্মকর্তা ডেজি চক্রবর্তীর সভাপতিত্বে প্রকল্প বিষয়ক তথ্য উপস্থাপন করেন উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুল মোল্লাহ। অন্যান্যদের মাঝে বিশেষ অতিথি ছিলেন, ভাইস চেয়ারম্যান আলী, মহিলা ভাইস চেয়ারম্যান আমেনা বেগম উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিতগণদের মাধ্যমে স্টেকহোল্ডার প্রজেক্ট বাস্তবায়ন নিয়ে বিভিন্ন পরামর্শ ও আলোচনা করা হয়। একই সাথে দিনব্যাপী মৎস্য বিষয়ক বিভিন্ন বিষয়ে গ্রুপ ওয়ার্কসহ এ সম্পর্কে যাবতীয় আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে ডেজি চক্র বর্তী বলেন, মানুষের জীবনে আমিষ খাদ্যের একটি গুরুত্বপুর্ন অবদান। প্রাণিজ আমিষের বড় একটা অংশ আসে মাছ থেকে। তাই চাষিদের মাছ চাষের প্রতি যত্নশীল ও আন্তরিক হওয়া আহ্বান জানান তিনি। কর্মশালায়, জনপ্রতিনিধি, সাংবাদিক, মৎস্য চাষী, উদ্যেক্তা সহ অনেকে অংশগ্রহণ করেন।