অভিযোগ জেএসএসের স্বশস্ত্র অস্ত্রধারীদের বিরুদ্ধে
আল-মামুন:: খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফ এর সমর্থক বরুণ বিকাশ চাকমা (৫৫)’কে এলোপাথাড়ি ব্রাশফায়ার করে হত্যা করা হয়েছে। শনিবার (৮ জুন ২০২৪) রাত সাড়ে ৮টার দিকে পানছড়ি উপজেলার লোগাং দুদকছড়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় আরো এক ব্যাক্তিকে অপহরণের খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্র জানায়,রাতে হঠাৎ প্রচন্ড গুলির শব্দ শুনা যায়। বেশ কয়েকজন অস্ত্রধারী বরুণ বিকাশ চাকমাকে গুলি করে হত্যা নিশ্চিত করে চলে যায়। পরে নিহতের লাশ পরে থাকতে দেখেন স্থানীয়রা। গুলিতে নিহত বরুণ বিকাশ চাকমা খাগড়াছড়ির পানছড়ি উপজেলার হাতিমারা এলাকার বাসিন্দা বলে জানা যায়।
এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নিহত বরুণ বিকাশ চাকমা ইউপিডিএফ এর সমর্থক দাবী করেন “ইউপিডিএফ এর খাগড়াছড়ি জেলা সংগঠন ও মুখপাত্র অংগ্য মারমা। তিনি এ হত্যাকাণ্ডের জন্য জেএসএসকে দায়ী করেন।
তিনি বলেন,ভ্রাতৃঘাতি সংঘাতের মধ্য দিয়ে পাহাড়ের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করে আন্দোলন-সংগ্রামকে বাঁধাগ্রস্ত করার চক্রান্ত চলছে। এ ধরনের হত্যাকান্ড পাহাড়ের জন্য মঙ্গলজনক হবেনা বলেও তিনি মন্তব্য করে হত্যাকারীদের বিচার দাবী করেন।
অন্যদিকে একাধিক সূত্রের দাবী নিহতের নাম বরুণ চাকমা, সে ইউপিডিএফ সমর্থিত গণতান্ত্রিক যুব ফোরাম এর পানছড়ি উপজেলা সাংগঠনিক সম্পাদক। তবে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করতে পানছড়ি থানার ওসির মুঠোফোনে একাধিক বার কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।