আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা
স্টাফ রিপাের্টার:: আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা ও বৈরী আবহাওয়ার কারণে রাঙামাটির বাঘাইছড়িতে উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। শনিবার (০৮ জুন ২০২৪) বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটির সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন।
তিনি জানান, বৈরি আবহাওয়ার কারণে হেলিসর্টি কেন্দ্রেগুলোতে নির্বাচনি সরঞ্জমাদি প্রেরণ করা যাচ্ছে না। এছাড়া সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে বাঘাইছড়িতে নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন।
এদিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর এজেন্টকে হুমকি ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে বাঘাইছড়িতে শনিবার সকাল-সন্ধ্যা অবরোধ পালন করছে ইউপিডিএফ।