সব
facebook raytahost.com
অনুমোদনহীন ইটভাটায় ধ্বংস হচ্ছে বন ও পরিবেশ | Protidiner Khagrachari

অনুমোদনহীন ইটভাটায় ধ্বংস হচ্ছে বন ও পরিবেশ

অনুমোদনহীন ইটভাটায় ধ্বংস হচ্ছে বন ও পরিবেশ

স্টাফ রিপোর্টার:: বনের কাঠ পোড়ানোতে বিধিনিষেধ থাকলেও নানা পরিবহনে বনের কাঠ প্রকাশ্য দিনে দুপুরে নিয়ে আসা হচ্ছে ইটভাটার জন্য। আর সে কাঠ পোড়ানো হচ্ছে ইটভাটায়। বানানো হচ্ছে ইট। কৃষি জমি ও পাহাড় কেটে এসব ইটভাটার মালিকরা ব্যবহার করছে ইট তৈরির কাজে। বছরের পর বছর পার্বত্য জেলা খাগড়াছড়িতে ইট প্রস্তুন ও ভাটা নিয়ন্ত্রণ আইন ও পরিবেশ আইনের তোয়াক্কা না করে একের পর এক গড়ে তোলা হয়েছে এসব ইটভাটা।

ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন শর্তপূরণে ব্যর্থ হওয়ায় জেলার কোন ইটভাটার নবায়ন বা নতুন করে লাইসেন্স পাইনি ভাটা মালিকরা। তারপরও স্থানীয় প্রভাবশালী মহলের ছত্রছায়ায় অবাধে চলছে এই ইটভাটাগুলো। প্রতিদিন এসব ভাটায় পুড়ছে লাখ লাখ মন কাঠ। প্রকৃতি, বন ও পরিবেশ হুমতিতে ফেলে ফসলি জমি ও পাহাড়ের মাটি দিয়ে উৎপাদন হচ্ছে ইট।

সংশ্লিষ্টরা বলছেন, প্রতি রাউন্ড ইট পোড়াতে প্রায় ৮ থেকে ৯ হাজার মণ জ্বালানি কাঠ লাগে। আর এক মৌসুমে একটি ভাটায় গড়ে কাঠ পুড়ে লাগে প্রায় এক লাখ মণ বনের কাঠ। সেই হিসাবে খাগড়াছড়ির ৪৩টি ইটভাটায় বছরে পড়ছে কমপক্ষে ৪৩ লাখ মণ কাঠ।

স্থানীয়রা বললেন, এসব অপরাধের পরও অপ্রতিরুদ্ধ পাহাড়ের ইটভাটাগুলো। এখানে প্রশাসন থাকলেও নেই আইনের প্রয়োগ। ফলে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে ইটভাটা মালিকরা। থেকে থেমে প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালিয়ে ক্ষণিকের জন্য লাইসেন্সহীন এসব অবৈধ ইটভাটা বন্ধ করে দেয়ার সাইনবোর্ড টাঙ্গিয়ে দিয়ে আসলেও তার পরে আগের মতই থাকে স্বচল।

পরিবেশ কর্মী মাহফুজ আহমেদ রাসেল বলেন, গ্রামের মানুষ ওদের আসলে আর্থিক দিক খুব ভালো না। যার কারণে বেঁচে থাকার তাগিদে লাকড়ি বিক্রি করতে হয়। লাকড়ি কোথায় যাচ্ছে বা ইটভাটায় পড়ছে তাতে তাদের কোন ভাবনাই নেই। বন বিভাগ বলছে বনের কাঠ পুরানোর বন্ধে ভাটাগুলোতে নিয়মিত চলে অভিযান। করা হচ্ছে জরিমানা।

খাগড়াছড়ি বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা বলেন, এই গাছপালা থাকলে পরিবেশ সুন্দর থাকবে। পর্যটনবান্ধব খাগড়াছড়ি আমরা যাহাতে ভবিষ্যৎ প্রজন্ম পেতে পারে এই ব্যাপারে যতেষ্ট সর্তক আছি। খাগড়াছড়ি জেলা প্রশাসক বলছেন অবৈধ ইটভাটা বন্ধসহ পরিবেশ দুষণসহ পরিবেশ বান্ধব ইটভাটা স্থাপনের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি মন্তব্য করেন।

খাগড়াছড়ি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. শহিদুজ্জামান বলেন, পরিবেশ সম্মত চিমনি ব্যবহার করে ইটভাটা পরিচ্ছন্ন করলে পরিবেশ উপহার পাবে জনগণ উপকৃত হবে। খাগড়াছড়ি নয় উপজেলায় বর্তমানে ৪৩টি ইটভাটা চালু রয়েছে। যার বেশিভাগই অনুমোদনহীন।

আপনার মতামত লিখুন :

ছেলের দায়ের কোপে প্রাণ গেল বাবার

ছেলের দায়ের কোপে প্রাণ গেল বাবার

অনুপ কুমার চাকমা পাচউবো’র নতুন চেয়ারম্যান

অনুপ কুমার চাকমা পাচউবো’র নতুন চেয়ারম্যান

রক্ত দিয়ে হলেও অধিকার আদায় করা হবে

রক্ত দিয়ে হলেও অধিকার আদায় করা হবে

২৮৫টি বে-সরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবি

২৮৫টি বে-সরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবি

৭ শ্রমিককে অপহরণ

৭ শ্রমিককে অপহরণ

সাংবাদিক স্বাধীনভাবে সাংবাদিকতা কবে করতে পারবে?

সাংবাদিক স্বাধীনভাবে সাংবাদিকতা কবে করতে পারবে?

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com