স্টাফ রিপাের্টার:: দারিদ্রতা আর হতদিরদ্রদের মুখে হাঁসি ফুটিয়ে ভূমিহীন ও গৃহহীন অসহায় পাশে দাঁড়াতে প্রকল্প হাতে নিয়েছে। সে প্রকল্প এখন আশার বাতিঘরে রূপ নিয়েছে অসহায়দের জন্য। এরই ধারাবাহিকতায় খাগড়াছড়িতে ভূমিহীন ও গৃহহীন অসহায়দের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে আরও ৮৬০টি পরিবার পেতে যাচ্ছে নতুন ঘর।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের ৫ম পর্যায়ের ২য় ধাপে এসব ঘর দেওয়া হচ্ছে। আগামী সোমবার (১০ জুন ২০২৪) দুই শতক জমিসহ দ্বিকক্ষ বিশিষ্ট সেমিপাকা এসব ঘর পরিবারগুলোর কাছে হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বৃহস্পতিবার (৬ জুন) বিকেলে খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয়ে সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান এসব তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপকারভোগীদের মধ্যে এসব ঘর হস্তান্তর করবেন।
জেলা প্রশাসক আরো বলেন, “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’- মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভুমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ প্রদান কার্যক্রম চলমান রয়েছে। এই প্রকল্পের আওতায় এ পর্যন্ত খাগড়াছড়ি পার্বত্য জেলায় ৭৫৪৯টি পরিবারকে জমিসহ ঘর দেওয়া হয়েছে।
৫ম পর্যায়ের বরাদ্দকৃত ১৩৮১টি গৃহের মধ্যে (২য় ধাপে) অবশিষ্ট ৮৬০ পরিবারকে আগামী সোমবার (১০জুন) হস্তান্তর করা হবে। এরমধ্যে খাগড়াছড়ি সদরে ২৮টি, মহালছড়িতে ১১৯টি, দীঘিনালাতে ২০০টি, পানছড়িতে ৬৫টি, রামগড়ে ৮১টি, গুইমারাতে ১২৫টি, মাটিরাঙ্গাতে ৬৫টি, মানিকছড়িতে ১০০টি এবং লক্ষ্মীছড়িতে ৭৭টি অর্থাৎ সর্বমোট ৮৬০টি পরিবার।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফেরদৌসী বেগম, জেলা প্রশাসনের রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) ও সিনিয়র সহকারী কমিশনার রাসেল ইকবাল, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি চৌধুরী আতাউর রহমান, সাধারণ সম্পাদক আবু দাউদ, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরীসহ জেলা সদরের কর্মরত মিডিয়ায় কর্মরকতরা।