স্টাফ রিপোর্টার:: কক্সবাজারের রামু থেকে আবারও ২ কোটি সাড়ে ৮৭ লাখ টাকার ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়েছে। এ সময় এক রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করা হয়।
সোমবার (৩ জুন) বেলা আড়াইটার দিকে এই অভিযান চালানো হয়। আটক মনিরুজ্জামান উখিয়া কুতুপালং ক্যাম্প-৫ এর ফয়েজ উল্লাহর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন রামু ব্যাটালিয়ন ৩০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ।
তিনি জানান, মরিচ্যা যৌথ চেকপোস্টের একটি টহলদল কর্তৃক চেকপোস্ট হতে ১ কি. মি. উত্তর দিকে ধেচুয়া পালং উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে একটি ইজিবাইক থামানো হয়।
এ সময় মনিরুজ্জামান (২৫) নামের এক যাত্রীর ব্যাগ তল্লাশি করে ২ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৫৭৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়। তাকে ক্রিস্টাল মেথ আইসসহ নিয়মিত মামলার মাধ্যমে রামু থানায় হস্তান্তর করা হয়েছে।