স্টাফ রিপোর্টার:: খাগড়াছড়ি গুইমারায় কলেজ পড়ুয়া ১৮ বছর বয়সী এক কলেজ শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগে অভিযুক্ত ইব্রাহিমকে আটক করেছে গুইমারা থানার পুলিশ। সোমবার (৩ জুন ২০২৪) আটকরে পর তাকে খাগড়াছড়ি জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। ইব্রাহিম (২৫) গুইমারা উপজেলাধীন হাফছড়ি ইউনিয়নের হাতিমুড়া এলাকার মো. রুহুল আমিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানা যায়, মানিকছড়ি সরকারী কলেজের একাদশ শ্রেণির ২য় বর্ষের ঐ শিক্ষার্থী ছাত্রী রবিবার (২ জুন ২০২৪) সকালে কলেজ থেকে বাড়ি ফেরার সময় হাতিমুড়া বাজার সংলগ্ন রাস্তার পাশে সেগুন বাগানের ভিতর মুখ চেপে ধরে জোর করে বাগানের উত্তর দিকে পাহাড়ে নিচে নিয়ে ধর্ষনের চেষ্টা করে ইব্রাহিম। এ ঘটনায় ঐ শিক্ষার্থী নিজেই গুইমারা থানায় মামলা দায়ের করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গুইমারা থানার অফিসার ইনচার্জ ওসি আরিফুল আমিন জানান, ঐ শিক্ষার্থী মানিকছড়ি কলেজের ছাত্রী। বাদীর অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আসামি ইব্রাহিমকে আটক করা হয়। মামলার তদন্ত চলছে। একই সাথে আটককৃত যুবককে খাগড়াছড়ি জেল হাজতে প্রেরন করা হয়েছে বলে তিনি জানান।