স্টাফ রিপোর্টার:: খাগড়াছড়ি পানছড়িতে নো হেলমেট, নো ফুয়েল বাস্তবায়ন করতে মাঠে নেমেছে পানছড়ি থানা পুলিশ। শনিবার (১ জুন ২০২৪) সকালে উপজেলার বিভিন্ন সড়কে এই অভিযান পরিচালনা করা হয়। পানছড়ি থানা পুলিশ জানায়, তেল বিক্রেতাদের বলে দেয়া হচ্ছে হেলমেট বিহীন কোন মোটরসাইকেল চালককের কাছে যেন পেট্রোল বা অকটেন বিক্রি না করে।
উপজেলার বিভিন্ন সড়কে মোটরসাইকেলগুলোতে স্টিকার লাগিয়ে চালকদের সচেতনতামুলক পরামর্শ প্রদান করা হয়। ডিজেল ও পেট্রোল বিক্রেতাদের দোকানে লাগিয়ে দেয়া হয়েছে সতর্কীকরণ ডিজিটাল ব্যানার। এছাড়াও মোটরসাইকেল আরোহীদের হেলমেট ব্যবহার বাধ্যতামুলক করা হয়েছে।
পানছড়ি উপজেলা থানার ইনচার্জ মো: শফিউল আজম বলেন, খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধরের দিক নির্দেশনায় সবাই নো হেলমেট, নো ফুয়েল শ্লোগানে উদ্বুদ্ধ হয়ে সকলে হেলমেট পরিধান করি নিজে বাঁচি, অন্যকে বাঁচাই। সচেতনতাই পারে নিজেকে এবং পরিবারকে সুস্থ রাখতে।