স্টাফ রিপাের্টার::খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান ও সাংবাদিক ফোরামের সভাপতি আলী হোসেন কে বরণ করেছেন মাটিরাঙ্গা সাংবাদিক ফোরাম। মঙ্গলবার (২৯ মে ২০২৪) সন্ধ্যায় ফোরামের কার্যালয়ে কাঁচা ফুলের মালা দিয়ে তাকে বরণ করেন ফোরামের সদস্যরা।
এ সময় উপস্থিত ছিলেন, ফোরামের সাধারণ সস্পাদক আব্দুররাজ্জাক,কোষাধ্যক্ষ মো: এনামুল হক,সদস্য জোতি ত্রিপুরা প্রমুখ।
এসময় নির্বাচন কালীন সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করে নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান আলী হোসেন বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন,সাধারণ মানুষের আস্থাস্থল। তাদের সক্রিয় তৎপরতায় এবারের নির্বাচন সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ সময় তিনি সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।