স্টাফ রিপোর্টার:: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিদেশী ব্রান্ডের ১৮ বোতল মদসহ উথোইচিং মারমা(২৭) ও মংচেপ্রু মারমা (২৭) নামে দুই ২ যুবককে গ্রেফতার করা হয়েছে পুলিশ। শুক্রবার (২৪ মে ২০২৪) রাতে তাদের মাটিরাঙ্গা সদর ইউপির ব্যাঙমারা এলাকা তাদের গ্রেপ্তার করা হয়।
তিনি জানান,গোপন সংবাদেরে ভিত্তিতে শুক্রবার রাত ১১টার দিকে বিশেষ অভিযান পরিচালনা করে মাটিরাঙ্গার ব্যাঙমারা এলাকা হতে ১৮ লিটার বিদেশী মদ সহ তাদের গ্রেফতার করা হয়েছে।
উথোইচিং মারমা ও মংচেপ্রু মারমা উভয় সদর ইউপির ১নং ওয়ার্ড রাবার বাগান এলাকার বাসিন্দা। বিষয়টি এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন পুলিশ সুপার সুক্তা ধর। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাটিরাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী পদক্ষেপ গ্রহনে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।