ডেস্ক রিপাের্ট:: খাগড়াছড়ির মানিকছড়িতে পিসিপি নেতা অংসালা মারমাকে সেনাবাহিনী আটকের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) খাগড়াছড়ি জেলা শাখা।
শনিবার (২৫ মে ২০২৪) পিসিপি’র খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি শান্ত চাকমা ও সাধারণ সম্পাদক রুপান্ত চাকমা সংবাদ মাধ্যমে দেয়া বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে জানানো হয়, পিসিপির মানিকছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক অংসালা মারমা গতকাল (শুক্রবার) সকাল ১০টার সময় সাংগঠনিক কাজে মানিকছড়ির মহামুনি থেকে মোটর সাইকেলযোগে গিরি মৈত্রী ডিগ্রী কলেজের দিকে যাচ্ছিলেন।
তিনি আমতলা নামক স্থানে পৌঁছলে মানিকছড়ি সাব জোনের সেনা সদস্যরা রাস্তা গতিরোধ করে মোটর সাইকেল থেকে নামিয়ে তাকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়। পরে তাকে মানিকছড়ি থানায় হস্তান্তর করা হয়।
গ্রেফতার, নির্যাতন, হত্যা-গুম করে পার্বত্য চট্টগ্রামে ন্যায্য আন্দোলন দামানো যাবে না বলে স্পষ্টভাবে জানিয়ে দেন এবং অবিলম্বে অংসালা মারমাকে নিঃশর্ত মুক্তি ও অন্যায় দমন-পীড়ন বন্ধের দাবি জানান সংগঠনটি। পাহাড়ি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার দপ্তর সম্পাদক জুয়েল চাকমা এক বার্তায় এ অভিযোগ করেন।