সব
facebook raytahost.com
পানছড়িতে দুই প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থীর প্রচারণা তুঙ্গে | Protidiner Khagrachari

পানছড়িতে দুই প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থীর প্রচারণা তুঙ্গে

পানছড়িতে দুই প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থীর প্রচারণা তুঙ্গে

আল-মামুন:: খাগড়াছড়ির পানছড়িতে জমে উঠেছে দুই প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থীর প্রচারণা। বিভিন্ন এলাকায় ভোটারদের মন জয়ে দুই চেয়ারম্যান প্রার্থী ছুটছেন উপজেলা থেকে প্রত্যান্ত এলাকাগুলোতে। এরই মধ্যে প্রার্থীদের ব্যানার পোস্টান শােভা পাচ্ছে নির্বাচনী এলাকায়। উঠান বৈঠন,মাইকিং,লিপলেট বিতরণ চলছে সর্বত্র।

এ সিমান্তবর্তী উপজেলায় পাহাড়ি-বাঙালীর বসতিকে গুরুত্ব দিয়ে প্রার্থীরা তাদের নির্বাচনী বৈতরণী অতিক্রম করতে সমীকরণ মিলাতে হিসেব কষছেন বেশ গুরুত্ব দিয়ে। তবে দূর্গম এলাকাগুলোতে রয়েছে পাহাড়ি ভোটারদের বেশী উপস্থিতি। যেখানে নীরব ভোটে ঘটতে পারে নির্বাচন জয়ের বিপ্লব।

শান্তি প্রিয় সাধারন মানুষ তাদের পছন্দের প্রার্থীকে জয়যুক্ত করতে চান নিজ নিজ এলাকার উন্নয়ন থেকে শুরু করে শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে। যেখানে থাকবে কোন দ্বন্দ্ব-সংঘাত। পানছড়ি উপজেলা যেন হয়ে উঠে শান্তিপূর্ণ বসবাসের নিভাস ভূমিতে।

তাই সব ধরনের বিশৃঙ্খলা,হানাহানি পথেকাঁটা দিয়ে উপজেলাবাসীর উন্নয়নে কাজ করতে চান আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মিটন চাকমা। তিনি বলেন, শান্তি প্রতিষ্ঠাসহ জনগণের ভাগ্য নির্ধারণের পাশাপাশি সকল জনেগাষ্ঠির চাহিদা পুরণের লক্ষ নিয়ে কাজ করার কথা জানান মিটন চাকমা।

পানছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে চেয়ারম্যান,ভাইস-চেয়ারম্যান,মহিলা ভাইস-চেয়ারম্যান পদের বিপরীতে লড়বেন ৮ জন প্রার্থী। এতে চেয়ারম্যান পদে ২, ভাইস চেয়ারম্যান ৪ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন মাঠে থাকবেন।

চেয়ারম্যান পদে (আনারস) প্রতীক নিয়ে মিটন চাকমা, (কাপ-পিরিচ) প্রতীকে চন্দ্র দেব চাকমা। ভাইস চেয়ারম্যান পদে লোকমান হোসেন (বৈদ্যুতিক বাল্ব), জয়নাথ দেব (তালা), সৈকত চাকমা (টিউবওয়েল) ও কিরণ ত্রিপুরা (চশমা) নিয়ে মাঠে লড়বেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনিতা ত্রিপুরা (ফুটবল) ও সুজাতা চাকমা (কলস) প্রতীক নিয়ে ভোট যুদ্ধে অবর্তীণ হবেন।

আগামী ২১ মে ২০২৪ ব্যালেটের মাধ্যমে এই উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। খাগড়াছড়ি জেলা নির্বাচন কমিশনের তথ্য মতে, পানছড়ি উপজেলায় ৫ ইউনিয়নে মোট ভোটার রয়েছে ৫৬ হাজার ৫ জন। এর মধ্যে পরুষ ভোটার ২৮ হাজার ২৪ জন এবং নারী ভোটার ২৭ হাজার ৯৮০ জন। উপজেলায় ২৫টি ভোট কেন্দ্রে রয়েছে বলে জানা যায় নির্বাচন অফিস সূত্রে।

দ্বিতীয় ধাপে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে পানছড়ি উপজেলায় প্রার্থীরা পেয়েছেন প্রতীক বরাদ্দ। গত বৃহস্পতিবার (০২ মে ২০২৪) দুপুরে খাগড়াছড়ি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রার্থীদের মধ্যে প্রতীক তুলে দেন খাগড়াছড়ি জেলা রির্টানিং কর্মকর্তা মোহাম্মদ জোনায়েদ কবির সোহাগ।

আপনার মতামত লিখুন :

শারদীয় দূর্গাৎসব উপলক্ষে জোনের প্রণোদনা

শারদীয় দূর্গাৎসব উপলক্ষে জোনের প্রণোদনা

অবৈধ করাতকলে ২লক্ষ টাকা জরিমানা

অবৈধ করাতকলে ২লক্ষ টাকা জরিমানা

সুন্দর মানসিকতায় শান্তি ফিরবে পাহাড়ে

সুন্দর মানসিকতায় শান্তি ফিরবে পাহাড়ে

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিকল্প নাই

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিকল্প নাই

অগ্নি নির্বাপণে ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ

অগ্নি নির্বাপণে ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ

পাহাড়ে আর সহিংসতা নয়,কাজ করছে সরকার

পাহাড়ে আর সহিংসতা নয়,কাজ করছে সরকার

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com