স্টাফ রিপোর্টার:: মাটিরাঙা উপজেলা নির্বাচনের বেসরকারী ফলাফল: চেয়ারম্যান পদে কৈ মাছ প্রতীক নিয়ে আবুল কাশেম ভূইয়া ১৯ হাজার ২শ ৫ ভোট পেয়ে জয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীক নিয়ে পেয়েছেন মো: রফিকুল ইসলাম পেয়েছেন ১০ হাজার ৮শ ২১ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে চশমা প্রতীকে আলী হোসেন ১২ হাজার ৯শ ৪১ ভোট পেয়ে জয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তালা প্রতীক নিয়ে মো: জালাল মিয়া পেয়েছেন ১০ হাজার ৩শ ১ ভোট।
মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ফুটবল প্রতীক নিয়ে মোসা. আমেনা বেগম ১৯ হাজার ৩শ ৮২ ভোট পেয়ে জয় লাভ করে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাঁস প্রতীক নিয়ে মনোয়ারা বেগম পেয়েছেন ১০ হাজার ৯শ ৭ ভোট।
বুধবার (৮ মে ২০২৫) রাতে খাগড়াছড়ি জেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ এর রিটার্নিং অফিসার খাগড়াছড়ি জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ কামরুল আলম এ ফলাফল ঘোষণা করে।