আল-মামুন:: মানিকছড়ি উপজেলা নির্বাচনের বেসরকারী ফলাফল: চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে মো: জয়নাল আবেদিন ২২ হাজার ৪শ ৫৮ ভোট পেয়ে জয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দোয়াত কলম নিয়ে মো: রফিকুল ইসলাম পেয়েছে ৬ হাজার ৩শ ৬১ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে মাইক প্রতীকে চলাপ্রু মারমা নিলয় ১০ হাজার ২শ ২২ ভোট পেয়ে জয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টিউবওয়েল প্রতীকে মো: সামায়উন ফরাজী পেয়েছেন ৯ হাজার ৫শ ২১ ভোট।
মহিলা ভাইস-চেয়ারম্যান পদে হাঁস প্রতীক নিয়ে নুরজাহান আফরিন লাকী ১৭ হাজার ৬শ ৯৭ ভোট পেয়ে জয় লাভ করে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রাহেলা আক্তার ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ১১ হাজার ৬০ ভোট। বেসরকারী ফলাফলে এ তথ্য জানা যায়।
বুধবার (৮ মে ২০২৫) রাতে খাগড়াছড়ি জেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ এর রিটার্নিং অফিসার খাগড়াছড়ি জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ কামরুল আলম এ ফলাফল ঘোষণা করে।