স্টাফ রিপাের্টার:: রাত পোহালেই ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ১ম ধাপে খাগড়াছড়ির চার উপজেলা রামগড়ে ,মানিকছড়ি মাটিরাঙ্গা ও লক্ষ্মীছড়ি, এ নির্বাচন হতে যাচ্ছে। এ লক্ষে মঙ্গলবার (৭ মে ২০২৪) বিকালের মাটিরাঙ্গা উপজেলার দূুরবর্তী বিভিন্ন কেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম পাঠানো হয়েছে।
মাটিরাঙ্গা উপজেলায় ৪ জন চেয়ারম্যান প্রার্থী, ৪ পুরুষ ও ৩ জন নারী ভাইস-চেয়ারম্যান পদে মাঠে নিজেদের বিজয়ে প্রতিদ্বন্দ্বীতা করছে। মাটিরাঙ্গা উপজেলায় মোট ভোটার সংখ্যা ৯০ হাজার ৩শত ৮২ জন। ভোট কেন্দ্র রয়েছে ৩৭ টি।
আজ ১৯টি কেন্দ্রে ভোটের ব্যালট পেপার পৌঁছানো হয়েছে। বাকী কেন্দ্রগুলোতে ভোট শুরু হওয়ার আগে ব্যালট পেপার পৌঁছানো হবে বলে জানান, জেলা নির্বাচন কর্মকর্তা।
মাটিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ কমল কৃঞ্চ ধর জানান, উপজেলার প্রতিটি কেন্দ্র আমাদের কাছে গুরুত্বপূর্ণ। পুলিশ সুপার মু্ক্তাধর নির্দেশনা মোতাকে পেশাদারিত্বের প্রতি সর্বোচ্চ সতর্ক রয়েছে পুলিশ। উপজেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক আছে।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: হাসান জানান,ইতি মধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পুর্ন হয়েছে। দুরবর্তী ১৯ কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। অবশিষ্টগুলো যথা সময়ে পাঠানো হবে বলেও তিনি জানান ।