উপজেলা পরিষদ নির্বাচন
স্টাফ রিপাের্টার:: রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা পরিষদ ৬ষ্ঠ ধাপের নির্বাচনে ৯ জন পার্থীর মনোনয়ন পত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে। রবিবার (৫ মে ২০২৪) দুপুরে যাচাই-বাছাই শেষে উপজেলা রিটার্নিং কর্মকর্তা সাখাওয়াত হোসেন এ ঘােষণা দেন।
এতে চেয়ারম্যান পদে-সুদর্শন চাকমা, অলিভ চাকমা। পুরুষ ভাইস-চেয়ারম্যান প্রার্থী- আবদুল কাইয়ুম, দিপ্তিমান চাকমা, নিখিল জীবন চাকমা, বন্ধন আনোয়ার, মুনছুর আলী।
মহিলা ভাইস-চেয়ারম্যান পার্থী সাগরিকা চাকমা, ও সুমিতা চাকমাসহ ৯ জন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ বলে ঘোষণা করেন। ৩য় ধাপে আগামী ২৯ মে বাঘাইছড়ি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান নির্বাচন অফিস সূত্র।