স্টাফ রিপাের্টার:: ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আচরণবিধি প্রতিপালন সংক্রান্ত বিষয়ে জেলার প্রথম,দ্বিতীয়,তৃতীয়) ধাপের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে খাগড়াছড়িতে। শুক্রবার (০৩ মে ২০২৪) দুপুর ৩টায় খাগড়াছড়ি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয় ।
উপজেলা নির্বচনে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীরা তাদের আচরন বিধিসহ অজানা নানা বিষয়ে জানতে চান। এ সময় করণীয় এবং মতামতের দিকনিদের্শনা দেন নির্বাচন সংশ্লিষ্টরা ।
খাগড়াছড়ি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সহিদুজ্জামান এর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নজরুল ইসলাম, খাগড়াছড়ি জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ কামরুল আলম, দ্বিতীয় ধাপ নির্বাচন রির্টানিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জুনায়েদ কবীর সোহাগ প্রমূখ।
প্রার্থীদের মধ্যে খাগড়াছড়ি সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থী দিদারুল আলম, মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম,জয়নাল আবেদীন,দীঘিনালা উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ কাশেম,মহালছড়ি উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী বিমল কান্তি চাকমা,পানছড়ি উপজেলার চেয়ারম্যান প্রার্থী মিটন চাকমা, মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কাসেম ভূইয়াসহ ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ১ম, ২য় ও ৩য় ধাপে জেলার চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা এতে অংশ নেন।
কর্মকর্তারা, সকল প্রার্থীদের নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন থেকে বিরত থাকাসহ শান্তি-শৃঙ্খলা বজায় রেখে নির্বাচনী সুষ্ঠ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান। অন্যতাই প্রচলিত আইনে প্রয়ােজনীয় ব্যবস্থা নেয়া থেকে শুরু করে জেল-জরিমানার বিধানের কথা স্মরণ করিয়ে দিয়ে শর্তক করে দেন। একই সাথে নির্বাচনে সকল আইন প্রয়োগকারী প্রশাসনের নজর দারীসহ মাঠে সক্রিয় থাকবেন বলে জানান।