স্টাফ রিপাের্টার,রাঙামাটি:: রাঙামাটিতে জুম চাষি কৃষককে অপহরণের ঘটনা ঘটেছে। জেলার বরকল উপজেলাধীন ১ নম্বর সুবলং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ উকছড়ি এলাকায় এই অপহরণের ঘটনা ঘটে। অপহৃত জুম চাষির নাম যতনমনি চাকমা (৪০)। স্থানীয় ইউপি মেম্বার রিতেশ চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্র জানায়, পহেলা মে সন্ধ্যায় একদল পাহাড়ি সন্ত্রাসী যতনমনিকে তার ঘর থেকে অস্ত্রের মুখে তুলে নিয়ে অজ্ঞাতস্থানের দিকে নিয়ে চলে যায়। এরপর থেকে যতনমনির কোনো খোঁজ পাচ্ছে না তার পরিবারের সদস্যরা।
অপহৃতদের স্বজনদের বরাত দিয়ে নিরাপত্তাবাহিনীর দায়িত্বশীল সূত্র জানিয়েছে, জেএসএস-এর একদল অস্ত্রধারী সন্ত্রাসী বুধবার (১ মে) সন্ধ্যায় যতনমনি চাকমাকে তুলে নিয়ে যায়।
ইউপি মেম্বার রিতেশ চাকমা জানান, দক্ষিণ উকছড়ির বাসিন্দা জুম চাষি যতনকে কে বা কাহারা তুলে নিয়ে গেছে। এ ঘটনার সঙ্গে কারা জড়িত তা তিনি নিশ্চিত নন বলেও জানান। তিনি জানান, যতনের দুইটি ছেলে সন্তান রয়েছে এবং সে কোনো রাজনৈতিক দল বা আঞ্চলিক সংগঠনের সঙ্গে যুক্ত নয়।
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগও করা হয়নি। বরকল থানার অফিসার ইনচার্জ মো. মিনহাজ মাহমুদ ভূঁইয়া জানান, অপহরণের ঘটনা নিয়ে কেউ বা কোনো পক্ষই থানা পুলিশকে অবহিত করেনি।