প্রতীক নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার মধ্য দিয়ে প্রচারণা শুরু দিদারুল আলমের
আল-মামুন:: খাগড়াছড়ির তিন উপজেলার চেয়ারম্যান,ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যানদের মধ্যে প্রতীক বরাদ্দ দিয়েছে জেলা রির্টানিং অফিসার । ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ‘২য় পর্যায়ে’ এই ৩টি উপজেলা (খাগড়াছড়ি সদর, দীঘিনালা ও পানছড়ি) বৃহস্পতিবার (০২ মে ২০২৪) দুপুরে খাগড়াছড়ি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রার্থীদের মধ্যে প্রতীক তুলে দেন খাগড়াছড়ি জেলা রির্টানিং কর্মকর্তা মোহাম্মদ জোনায়েদ কবির সোহাগ।
খাগড়াছড়ি সদর উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জনেই আনারস প্রতীক চাওয়ায় লটারীতে ধারাবাহিক ভাবে তাদের পছন্দের প্রতীক বরাদ্দ দেয়া হয়। এতে খাগড়াছড়ি সদর উপজেলায় দিদারুল আলম (আনারস),আকতার হোসেন ( মোটর সাইকেল), জ্ঞান রঞ্জন ত্রিপুরা (কই মাছ),সুশীল জীবন ত্রিপুরা (টেলিফোন) সন্তোষিত চাকমা বকুল (দোয়াত কলম) ও নজরুল ইসলাম ইসলাম (লাঙ্গল) প্রতীক বরাদ্দ পান।
ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে ক্যউচিং মারমা(তালা), শাহাব উদ্দিন সরকার (টিউবওয়েল), মো: এরশাদ হোসেন (চশমা),মো: আসাদ উল্লাহ (বই),মো: আবু হানিফ ( টিয়াপাখি)। মহিলা ভাইস-চেয়ারম্যান, কল্যাণী ত্রিপুরা (কলস) নিউসা মগ (প্রজাপতি),নিপু ত্রিপুরা (ফুটবল)।
প্রতীক বরাদ্দ কালে জেলা রির্টানিং কর্মকর্তা মোহাম্মদ জোনায়েদ কবির সোহাগ বলেন,সুষ্ঠ নিরপেক্ষা নির্বাচনের লক্ষে আচরণ বিধিমেনে চলার আহবান জানান। নির্বাচনে ম্যাজিস্টেটসহ সকল প্রশাসন মাঠে থেকে কাজ করবে। কোন প্রার্থী আচরণ বিধি ভঙ্গ করলে প্রার্থীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানান।
পরে চেয়ারম্যান প্রার্থীরা তাদের পছন্দের প্রতীক নিয়ে নিজ নিজ এলাকায় দুপুরের পর জনসংযোগ করতে মাঠে নামেন। দুপুরে খাগড়াছড়ির নারিকেল বাগানে আনারস প্রতীকের নির্বাচনী জেলা অফিস উদ্বোধন করেন আনারস প্রতীকের প্রার্থী দিদারুল আলম। পরে টাউন হলের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে প্রচারণা শুরু দিদারুল আলম।
দীঘিনাল উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীরা পেলো প্রতীক: দীঘিনালা উপজেলা চেয়ারম্যান পদে লটারীতে দুজনের মধ্যে ধর্ম জ্যোতি চাকমা (মোটর সাইকেল) মো: কাশেম (আনারস) বরাদ্দ পান।
ভাইস চেয়ারম্যান পদে মো: মোস্তফা কামাল (টিউবওয়েল) মো:সোলাইমান (টিয়াপাখি) ও সুসময় চাকমা (চশমা) বরাদ্দ দেন। মহিলা ভাইস-চেয়ারম্যান পদে, বিলকিস বেগম (প্রজাপতি),সীমা দেওয়ান (কলস) পছন্দের বরাদ্দ পান।
পানছড়ি উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ: পানছড়ি উপজেলায় চেয়ারম্যান পদে, মিটন চাকমা (আনারস), চন্দ্র দেব চাকমা (কাপ-পিরিচ)বরাদ্দ পান। ভাইস চেয়ারম্যান পদে,মো.লোকমান হোসেন (বৈদ্যুতিক ভাল্ব),জয়নাথ দেব (তালা),সৈকত চাকমা (টিউবওয়েল),কিরন ত্রিপুরা (চশমা)। মহিলা ভাইস-চেয়ারম্যান পদে, সুজাতা চাকমা (কলস), মনিতা ত্রিপুরা(ফুটবল) প্রতীক নেন।