স্টাফ রিপোর্টার:: দ্বিতীয় ধাপে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে খাগড়াছড়ি পার্বত্য জেলার তিন উপজেলায় ৫ জনের প্রার্থীতা তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছে। সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা বরাবর আবেদনের প্রেক্ষিতে তাদের প্রার্থীতা প্রত্যাহার আবেদন গ্রহণ করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
খাগড়াছড়ি সদর উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থী: নির্নিমেষ দেওয়ান। পানছড়ি উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থী সমর বিকাশ চাকমা, কালাচাঁদ চাকমা, মানেক পুতি চাকমা তাদের প্রত্যাহার করে। এদিকে দীঘিনালা উপজেলায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মজিবর ফরাজী তার প্রার্থীতা প্রত্যাহার করেন।
বিষয়টি নিশ্চিত করেছে রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জোনায়েদ কবির সোহাগ। তিনি জানান, নির্বাচনের আচরণবিধি মেনে চলতে সব প্রার্থীদের নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচনী শৃঙ্খলা ও কোথাও আচরণবিধি লঙ্ঘন হলে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে পানছড়ি উপজেলায় চেয়ারম্যান পদে শান্তি জীবন চাকমা এবং ভাইস চেয়ারম্যান পদে সঞ্চয় চাকমার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। দুজনেই ফেরারি আসামি। তথ্য গোপন করেছেন হলফনামায়। ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় দফায় খাগড়াছড়ি সদর উপজেলা, দীঘিনালা, পানছড়ি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
তার মধ্যে মনোনয়ন দাখিলের শেষ তারিখ ২১ এপ্রিল২৪,যাচাই-বাছাই ২৩ এপ্রিল,আপিল- ২৪ থেকে ২৬ এপ্রিল,আপিল নিষ্পত্তি ২৭ থেকে ২৯ এপ্রিল, প্রত্যাহার ৩০ এপ্রিল, প্রতীক বরাদ্ধ ০২ মে ও ভোট গ্রহণ ২১ মে ২০২৪ বলে জানান নির্বাচন অফিস সূত্র।