স্টাফ রিপাের্টার:: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী ধর্ম জ্যোতি চাকমার মনোনয়ন বহাল করা হয়েছে। সোমবার (২৯ এপ্রিল ২০২৪) আপিল শুনানি শেষে মনোনয়ন বহাল করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।
হলফনামায় তথ্য গোপনের অভিযোগে গত ২৩ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বাতিল করা হয় ধর্ম জ্যোতি চাকমার মনোনয়নপত্র। ধর্ম জ্যোতি চাকমা আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ (প্রসিত গ্রুপ) সমর্থিত প্রার্থী।
এছাড়াও আপিলে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী জ্ঞান রঞ্জন ত্রিপুরা,দীঘিনালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী সুসময় চাকমা এবং মো. মজিবর ফরাজীর মনোনয়ন বহাল রাখা হয়েছে।
ঋণ খেলাপীর অভিযোগে জ্ঞান রঞ্জন ত্রিপুরার মনোনয়ন বাতিল করা হয়েছিলো। দীঘিনালার দুই ভাইস চেয়ারম্যানের মনোনয়ন তথ্য গোপনের অভিযোগে বাতিল করা হয়েছিলো।
এছাড়াও মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বাতিল হওয়া পানছড়ি উপজেলায় চেয়ারম্যান পদে শান্তি জীবন চাকাম এবং ভাইস চেয়ারম্যান পদে সঞ্চয় চাকমার মনোনয়নপত্র বাতিল বহাল রয়েছে। দুজনেই ফেরারি আসামি। তথ্য গোপন করেছেন হলফনামায়।