মো:সোহেল রানা,দীঘিনালা:: সাজেকে প্রাথমিক স্কুল পড়ুয়া ছাত্রের চিকিৎসার জন্য বাঘাইহাট জোনে ৬ই বেংগল এর পক্ষ থেকে আর্থিক আনুদান প্রদান করা হয়েছে। বুধবার (২৫ এপ্রিল ২০২৪) এ অনুদান প্রদান করা হয়।
বাঘাইছড়ি উপজেলার সাজেক সেনাবাহিনী বাঘাইহাট জোনের উদ্যোগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি প্রাথমিক স্কুল পড়ুয়া ছাত্র রোমিও ত্রিপুড়ার (০৮) উন্নত চিকিৎসার জন্য আর্থিক অনুদান তুলে দেন বাঘাইহাট জোনের ৬ইষ্ট বেংগলের জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ খায়রুল আমিন পিএসসি।
ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম বাংলাদেশ সাজেক বাঘাইছড়ি উপজেলা শাখার সভাপতি প্রকাশ ত্রিপুড়া নিকট স্কুল পড়ুয়া ছাত্র রোমিও ত্রিপুরার উন্নত চিকিৎসার জন্য নগদ আর্থিক অনুবাদ প্রদান করেন।